TRENDING:

বন্দে ভারতে Dinner খুললেন মহিলা... পরোটা ছিড়ে মুখে দিতে গিয়েই Shocked! পরক্ষণেই যা ঘটল, ঘাম ছুটল IRCTC-র!

Last Updated:
Indian Railways: বন্দে ভারত ট্রেনে উঠলেই একের পর এক এসে হাজির হয় ট্রে ভর্তি খাবার। আবার ট্রেনের কামরায় বসার আসন থেকে জানালা সবই একদম ঝাঁ চকচকে। রয়েছে আধুনিক মানের টয়লেটও। কিন্তু তা সত্ত্বেও ঘটে অঘটন!
advertisement
1/14
বন্দে ভারতে Dinner খুললেন মহিলা... পরোটা ছিড়ে মুখে দিতে গিয়েই Shocked! পরক্ষণেই যা ঘটল!
বন্দে ভারত ট্রেনটি দেশের সর্বাধুনিক ট্রেনগুলির তালিকায় এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয়। সেমি হাই স্পিড এই ট্রেনের টিকিটের দাম থেকে অত্যাধুনিক ফিচার সবই এই ট্রেনটিকে বিশেষ জায়গা তৈরি করে দিয়েছে যাত্রীদের মনে।
advertisement
2/14
বন্দে ভারত ট্রেনে উঠলেই একের পর এক এসে হাজির হয় ট্রে ভর্তি খাবার। আবার ট্রেনের কামরায় বসার আসন থেকে জানালা সবই একদম ঝাঁ চকচকে। রয়েছে আধুনিক মানের টয়লেটও। কিন্তু তা সত্ত্বেও ঘটে অঘটন!
advertisement
3/14
বন্দে ভারতের টিকিট পেলে হাতে চাঁদ পাওয়ার মতোই লাফিয়ে ওঠেন রেলযাত্রীরা। তার অন্যতম কারণ এই ট্রেনের একাধিক দুর্দান্ত পরিষেবা। স্বাচ্ছন্দ ও আরামদায়ক ভ্রমণ নিয়ে মানুষের মধ্যে বিশেষ উৎসাহ রয়েছে দেশের সব প্রান্তেই।
advertisement
4/14
বন্দে ভারত এক্সপ্রেস এবং ট্রেনে পরিবেশিত খাবারের উপর যাত্রীদের সবসময়ই অনেক প্রত্যাশা থাকে। কখনও কখনও ট্রেনে খাবার সরবরাহকারী বিক্রেতারা এই প্রত্যাশা পূরণ করে, কিন্তু কখনও কখনও এমন কিছু ঘটে যায় যার ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
advertisement
5/14
সম্প্রতি এহেন বিখ্যাত ট্রেনের কামরায় এক যাত্রীর সঙ্গে যা ঘটল তা তোলপাড় ফেলে দিয়েছে গোটা সমাজ মাধ্যমে। ওই যাত্রী যাত্রী বন্দে ভারত এক্সপ্রেসের একটি ভিডিও তুলে ইন্টারনেটে পোস্ট করেছেন। আর সেটাই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গোটা দেশে! কী এমন ঘটল দেশের হাই-ফাই এই ট্রেনের কামরায়?
advertisement
6/14
এক মহিলা দুই বাচ্চাকে নিয়ে উঠেছিলেন ২২৪১৬ নম্বর বন্দে ভারত ট্রেনে। নয়াদিল্লি থেকে বারাণসী গামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে যাত্রা করছিলেন তিনি। নির্ধারিত সময়েই ডিনার দিয়ে যায় প্যান্ট্রি বয়রা।
advertisement
7/14
কিন্তু এরপরেই ঘটে আজব কাণ্ড। ডিনার খাবেন বলে প্যাকেট খুলে পরোটায় হাত দিয়েই ছিটকে গেলেন মহিলা। পরোটার ভিতরে চকচকে ওটা কী? দেখা গেল পরোটার ভিতরে ধাতুর তৈরি কিছু একটা যেন রয়েছে। নিমেষেই বোঝা গেল কী সেই জিনিস!
advertisement
8/14
ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে, মহিলা পরোটা ভেঙে খেতে গিয়ে সেই পরোটার মধ্যেই একটি ভয়ঙ্কর জিনিস দেখতে পেলেন। সাদামাটা দেখতে পরোটা ছিড়তেই বেরিয়ে পড়ল ভেতরে একটি আস্ত ৫ টাকার কয়েন। যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ!
advertisement
9/14
দেখে মনে হচ্ছে, সম্ভবত ময়দা মাখার সময় ময়দার সঙ্গেই মিশে গিয়েছিল ওই কয়েনটি। ভিডিওটি ছড়িয়ে পড়তেই চরম হইচই শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আইআরসিটিসিও সঙ্গে সঙ্গে বিষয়টির প্রতিক্রিয়া জানিয়েছে এবং ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
advertisement
10/14
বন্দে ভারত এক্সপ্রেসে খাবারের ভিডিও তৈরি করার সময়, ওই যাত্রী পরোটার ভেতরে একটি ৫ টাকার মুদ্রা দেখতে পেয়ে মুহূর্তে চমকে ওঠেন। ক্লিপের শুরুতে দেখা যায়, পরোটা ছিড়তেই ৫ টাকার একটি মুদ্রা দেখতে পান ওই ব্যক্তি।
advertisement
11/14
প্রায় ১৮ সেকেন্ডের এই ফুটেজটি নয়াদিল্লি এবং বারাণসীর মধ্যে চলাচলকারী বন্দে ভারত ট্রেনে ঘটে বলে জানা গিয়েছে। আইআরসিটিসিও বিষয়টিতে সাড়া দিয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছে।
advertisement
12/14
@vikrantssb নামের একজন ব্যবহারকারী পরোটার মধ্যে পাওয়া মুদ্রার একটি ছবি পোস্ট করে লিখেছেন, "আমার স্ত্রী এবং বাচ্চারা ২২৪১৬ নম্বর ট্রেনে (নয়াদিল্লি থেকে বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস) ভ্রমণ করছেন। আপনি দেখতে পাচ্ছেন, রাতের খাবারের সময় তারা পরোটার ভিতরে ৫ টাকার একটা কয়েন খুঁজে পেয়েছে। অনুগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।"
advertisement
13/14
@ReenaRa66042814 নামের একজন ব্যবহারকারী X-এ এই ভিডিওটি পোস্ট করে লিখেছেন, "২৯শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে বন্দে ভারতে আইআরসিটিসি কর্তৃক সরবরাহ করা খাবার এটি। পরোটায় পাওয়া গিয়েছে কয়েন। দয়া করে সাবধান থাকুন!"
advertisement
14/14
এই ভিডিওটির প্রতিক্রিয়ায় @IRCTC লিখেছেন, "ম্যাডাম, এই বিষয়টি ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিতও করা হয়েছে।"
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বন্দে ভারতে Dinner খুললেন মহিলা... পরোটা ছিড়ে মুখে দিতে গিয়েই Shocked! পরক্ষণেই যা ঘটল, ঘাম ছুটল IRCTC-র!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল