সবরমতি এক্সপ্রেস ট্রেনে উঠলেন লোকটি, কিন্তু হাতে ওটা কী...? পরক্ষণেই যাত্রীদের সামনে গিয়ে যা করলেন, মুহূর্তে ঘাম ছুটল প্যাসেঞ্জারদের!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: সোশ্যাল মিডিয়া এমন এক প্ল্যাটফর্ম যা প্রতি মুহূর্তে আমাদের সামনে এমন অনেক কিছু তুলে আনে যা দেখলে চমকে উঠতে হয়। কখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই সব দৃশ্য দেখে হাসির ফোয়ারা ছোটে তো কখনও দেখলেই ভয়ে আঁতকে উঠতে হয়!
advertisement
1/9

সোশ্যাল মিডিয়া এমন এক প্ল্যাটফর্ম যা প্রতি মুহূর্তে আমাদের সামনে এমন অনেক কিছু তুলে আনে যা দেখলে চমকে উঠতে হয়। কখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই সব দৃশ্য দেখে হাসির ফোয়ারা ছোটে তো কখনও দেখলেই ভয়ে আঁতকে উঠতে হয়!
advertisement
2/9
শিউরে ওঠা এমনই একটি চলন্ত ট্রেনের ভিডিও এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যক্তি ট্রেনে এমন কাণ্ড করে বসেন যা দেখে রীতিমতো হাড়হিম হাল হয় যাত্রীদের। সোশ্যাল মিডিয়ায় এমন ছবি দেখে গা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় অনেকের।
advertisement
3/9
ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি সাবরমতী এক্সপ্রেসের একটি কোচে উঠে এমন কিছু করে বসেন যা দেখে গায়ে কাঁটা দিতে শুরু করে। তাঁর হাতে এমন কিছু দেখা যায় যা ট্রেনের কামরায় নিয়ে ওঠা সচরাচর কেউ দেখতে পায় না। তাই দেখতেই ভয়ে কাঁটা হয়ে যান অনেকে।
advertisement
4/9
ঘটনাটি ঘটেছে আহমেদাবাদ-সবরমতী এক্সপ্রেসে। আচমকা এক ব্যক্তি হাতে সাপ নিয়ে ট্রেনে উঠে আসেন। শুধু তাই নয় বার বার যাত্রীদের কাছ থেকে ওই সাপটি দেখিয়ে টাকা দাবি করতে শুরু করেন ওই ব্যক্তি। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই দাবানলের মতো ভাইরাল হতে শুরু করেছে।
advertisement
5/9
দীপক রঘুবংশী নামে একজন এক্স ব্যবহারকারী ঘটনার ২২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওটি মধ্যপ্রদেশের মুঙ্গাওয়ালি এবং বিনা জংশনের মধ্যে ঘটেছিল।
advertisement
6/9
ভিডিওতে দেখা যাচ্ছে, লোকটি কোনও সুরক্ষা ব্যবস্থা ছাড়াই দিব্যি ট্রেনের কামরা দিয়ে হেঁটে যাচ্ছেন। আর কেবল হাতে একটি সাপ ধরে যাত্রীদের কাছে টাকা চাইতে থাকেন জনে জনে। এমনকি একজন যাত্রীকে তাঁকে টাকা দিতেও দেখা যায়। যা দেখে অন্যরা অবাক হয়ে তাকিয়ে থাকেন।
advertisement
7/9
রঘুবংশী তাঁর পোস্টের ক্যাপশনে লিখেছেন, "মধ্যপ্রদেশের মুঙ্গাওয়ালিতে, একজন লোক সাপ নিয়ে ট্রেনে উঠেছিল। এটি ভারতীয় রেলের যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের একটি নতুন উপায়।" ভিডিওটি ভাইরাল হওয়ার পর, ভারতীয় রেলের অফিসিয়াল অ্যাকাউন্ট, 'রেলওয়ে সেবা'ও বিষয়টি নজরে এনেছে।
advertisement
8/9
রেল পরিষেবার পক্ষ থেকে ভারতীয় রেল সুরক্ষা বাহিনী (RPF) প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, "আমাদের আপনার ভ্রমণের বিবরণ, যেমন আপনার PNR নম্বর বা UTS নম্বর এবং আপনার মোবাইল নম্বর প্রয়োজন হবে। দয়া করে এই তথ্যটি সরাসরি বার্তার মাধ্যমে আমাদের কাছে পাঠান।"
advertisement
9/9
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। অনেকের মধ্যে ভিডিওটি এতটাই ক্ষোভের জন্ম দিয়েছে যে কেউ কেউ অবিলম্বে ওই ব্যক্তিকে গ্রেফতারেরর দাবিও জানিয়েছেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
সবরমতি এক্সপ্রেস ট্রেনে উঠলেন লোকটি, কিন্তু হাতে ওটা কী...? পরক্ষণেই যাত্রীদের সামনে গিয়ে যা করলেন, মুহূর্তে ঘাম ছুটল প্যাসেঞ্জারদের!