TRENDING:

Healthy Lifestyle: সাবধান! সকালে উঠেই গ্রিন-টিতে চুমুক, বাড়তে যেতে পারে ওজন, জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ

Last Updated:
Healthy Lifestyle: গ্রিন টি খেলেই যে ওজন ঝরানো যাবে, তা কিন্তু নয়৷ জানতে হবে খাওয়ার সঠিক পদ্ধতি ও সময়
advertisement
1/5
সকালে উঠেই গ্রিন-টিতে চুমুক? বাড়তে যেতে পারে ওজন, জানুন বিশেষজ্ঞের পরামর্শ
বিয়ের মরসুম শুরু হয়ে গিয়েছে৷ তার মানেই ওজন ঝরানোর কসরত শুরু৷ তাই এবার অনিয়ম থেকে নিয়মে ফেরার পালা৷ তাই শুরু নিয়ম মেনে জিম বা শরীরচর্চা করা৷ কিন্তু সুস্থ থাকতে খাবার দাবারের দিকে নজর রাখতেই হবে৷
advertisement
2/5
সেক্ষেত্রে প্রথমেই আসে চায়ের কথা৷ অনেকেই ওজন নিয়ন্ত্রণে সকালে খালি উঠেই গ্রিন টির কাপে চুমুক দেন৷ কিন্তু সমস্যা সেখানেই৷ গ্রিন টি খেলেই যে ওজন কমবেই এমন কোনও মানে নেই৷ বরং কখনও-কখনও উল্টো ফলই হয়৷ সেই নিয়েই বিশদে জানাচ্ছেন, ডায়েটিশিয়ান সৌম্যা আগারওয়াল৷
advertisement
3/5
অনেকে গ্রিন টি তো খাচ্ছেন, কিন্তু তার সঙ্গে উচ্চ ক্যালরিযুক্ত বিস্কুট বা নোনতা খাবার খান৷ এটাই চরম ভুল৷ এতে কাজের কাজ তো কিছু হয়ই না, বরং ফল হয় ঠিক উল্টো৷ ওজন কমার বদলে, তা বৃদ্ধি পায়৷ তাই স্বাস্থ্যকর খাবারের সঙ্গে তবেই গ্রিন টি খান৷
advertisement
4/5
সকালে উঠেই অনেকের গ্রিন টি খাবার অভ্যেস থাকে৷ তা করবেন না৷ খালি পেটে গ্রিন টি খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে৷ সকালে প্রাতরাশ খাওয়ার কিছুক্ষণ পর তবেই খান৷
advertisement
5/5
রাতে ঘুমোতে যাওয়ার আগে অনেকেই চা খেতে ভালবাসেন৷ কিম্তু এই অভ্যেসটা যে ছাড়তে হবে৷ রাতের দিকে চা খেলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে৷ কারণ রাতের দিকে চা খেলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে৷ ঘুম কম হলে শরীরে হজমের সমস্যা দেখা দিতে পারে৷ তাই রোগা হতে চাইলে সন্ধের মধ্যে চা খাওয়া সেরে ফেলুন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle: সাবধান! সকালে উঠেই গ্রিন-টিতে চুমুক, বাড়তে যেতে পারে ওজন, জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল