Guava Health Benefits : হাজারো রোগ দূর করে মুশকিল আসান পেয়ারা, স্বল্পমূল্যের এই ফলের উপকারিতা জানুন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
শুধু স্বাদ নয় পুষ্টিগুণেও ভরপুর৷ ভিটামিন C তে ঠাসা এই ফল ফাইবার সমৃদ্ধ। হার্টও ভাল রাখে পেয়ারা।
advertisement
1/10

পেয়ারা খেতে সকলেই ভালবাসেন৷ সুস্বাদু রসালো ডাঁসা পেয়ারার স্বাদের জন্যই এর প্রধান কদর৷ তবে শুধু স্বাদ নয় পুষ্টিগুণেও ভরপুর৷ ভিটামিন C তে ঠাসা এই ফল ফাইবার সমৃদ্ধ। হার্টও ভাল রাখে পেয়ারা। রক্তে শর্করার মাত্রা কম করে পেয়ারা। সাধারণ এই ফলের অসাধারণ কিছু গুণ নিয়ে আলোচনা করেছেন ডায়াটেশিয়ান ড: সুষমা। ড: সুষমা হায়দরাবাদ বানজারা হিলসের কেয়ার হসপিটালের ডায়াটেশিয়ান।
advertisement
2/10
আয়রন, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন C-তে ভরপুর পেয়ারা। সংবাদমাধ্যমে এমনটাই জানচ্ছেন ড: সুষমা। "আসলে, পেয়ারাতে কমলার চেয়েও চারগুণ বেশি ভিটামিন সি রয়েছে, যে কারণে এটিকে সুপারফ্রুট বলা হয়," ডাঃ সুষমা বলেন।
advertisement
3/10
পেয়ারার পুষ্টির তালিকা পেয়ারার পুষ্টিগুণ এর আকারের ওপরেও নির্ভর করে। তবে সাধারণত পেয়ারাতে কেমন পুষ্টিগুণ থাকে তার একটা তালিকা নীচে দেওয়া হল।
advertisement
4/10
ক্যালোরি: ৬৮ কার্বোহাইড্রেট: ১৪ গ্রাম ফাইবার: ৫ গ্রাম প্রোটিন: ২.৬ গ্রাম চর্বি: ০.৯ গ্রাম ভিটামিন সি: ২২৮.৩ মিলিগ্রাম ৩৮০% দৈনিক মূল্য (DV) ভিটামিন A: ৬২৪ আন্তর্জাতিক ইউনিট ১৩% DV ফোলেট: ৪৯ মাইক্রোগ্রাম ১২% ডিভি পটাসিয়াম: ৪১৭ মিলিগ্রাম ১২% ডিভি ম্যাগনেসিয়াম: ২২ মিলিগ্রাম ৬% ডিভি
advertisement
5/10
পেয়ারার উপকারিতা পেয়ারা খাওয়া যে কতখানি স্বাস্থ্যকর। সেই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ডাঃ সুষমা। ভিটামিস সি-তে ভরপুর: পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন C। ফলে দেহের ইমিউন সিস্টেম বাড়ায়। কোলাজিন সিন্থেসিস বাড়িয়, যা ত্বকের পক্ষে উপকারি।
advertisement
6/10
চোখের স্বাস্থ্য: পেয়ারাতে থাকে ভিটামিন A। দৃষ্টিশক্তি বজায় রাখতে এবং বয়স-সম্পর্কিত ম্যাকুলার অবক্ষয় প্রতিরোধের জন্য অপরিহার্য।
advertisement
7/10
প্রচুর পরিমাণে ফাইবার উপাদান: পেয়ারাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। যা হজমে সহায়তা করে, তৃপ্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।
advertisement
8/10
অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য: পেয়ারায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ফ্রি র্যাডিক্যালের কারণে কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। পাশাপাশি দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়।
advertisement
9/10
রক্তে শর্করার নিয়ন্ত্রণ: পেয়ারার ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ডায়াবেটিস রোগীদের জন্য পেয়ারা উপকারী।
advertisement
10/10
হার্টের স্বাস্থ্য: পেয়ারায় স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্টেরলের পরিমাণ কম। আবার ফাইবার এবং পটাশিয়াম সমৃদ্ধ। হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Guava Health Benefits : হাজারো রোগ দূর করে মুশকিল আসান পেয়ারা, স্বল্পমূল্যের এই ফলের উপকারিতা জানুন