TRENDING:

Success Story: আক্ষরিক অর্থেই আকাশ-স্পর্শ! পাইলট হয়ে স্বপ্নপূরণ পুরুলিয়ার ভূমিপুত্র ভাস্করের

Last Updated:

Success Storyপুরুলিয়ার মফঃস্বল থানার চকঝরিয়া গ্রামের বাসিন্দা ভাস্কর দাস। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। পুরুলিয়ার সৈনিক স্কুল থেকে তার পঠন-পাঠন শুরু। তার পর দিল্লিতে কোচিং। ‌

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া , শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় : বিদেশের মাটিতে পুরুলিয়ার ভূমিপুত্রের সাফল্য। বার বার এই জেলার ছেলে-মেয়েরা প্রমাণ করেছেন যে  কোনও দিক থেকেই পিছিয়ে নেই তাঁরা। এই প্রথমবার এই জেলার যুবক আন্তর্জাতিক স্তরে একটি বেসরকারি বিমান সংস্থার কমার্শিয়াল পাইলট হিসাবে যোগদান করেছেন। পুরুলিয়ার মফঃস্বল থানার চকঝরিয়া গ্রামের বাসিন্দা ভাস্কর দাস। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। পুরুলিয়ার সৈনিক স্কুল থেকে তার পঠন-পাঠন শুরু। তার পর দিল্লিতে কোচিং। ‌
advertisement

সেখান থেকেই একটি বেসরকারি এয়ারলাইন্স সংস্থার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আফ্রিকার ট্রেনিং পিরিয়ডে গ্র্যাজুয়েশন ডিগ্রির জন্য পাড়ি দেন তিনি। ডিগ্রি অর্জনের পর কমার্শিয়াল পাইলট হিসেবে যোগদান করেন ভাস্কর। তাঁর এই সাফল্যে গর্বিত পরিবারের সদস্য-সহ গোটা জেলার মানুষ।

এ বিষয়ে ভাস্কর দাস বলেন, ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল কমার্শিয়াল পাইলট হওয়ার। সেই ভাবেই তিনি তাঁর লক্ষ্যের দিকে এগিয়ে চলেছিলেন। তাঁর খুবই ভাল লাগছে এই সফলতা পেয়ে। আগামিদিনে তিনি পুরুলিয়ার নাম আরও উজ্জ্বল করতে চান। ‌

advertisement

এ বিষয়ে ভাস্কর দাসের বাবা কৈলাস দাস বলেন, ছেলের এই সাফল্যে তিনি গর্বিত। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে যে জায়গায় তাঁর ছেলে পৌঁছেছে, তা সত্যিই প্রশংসনীয়। ‌ ছোটবেলা থেকেই নিজের মেধা ও ইচ্ছা শক্তির জোরেই আজ এই জায়গায় সে পৌঁছেছে।

আরও পড়ুন : চলছে কার্তিক মাস! সন্ধ্যায় বিশেষ জায়গায় জ্বালুন প্রদীপ! অভাব মুছে গিয়ে হবে অর্থবৃষ্টি! ভুলেও দান করবেন না এই ২ জিনিস! পড়বে অমঙ্গলের ছায়া!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শ্মশানেও থাকবে না দূষণের ঝক্কি, ফিল্টার করে ধোঁয়া নিষ্কাশন! হচ্ছে পরিবেশবান্ধব চুল্লি
আরও দেখুন

এ বিষয়ে ভাস্কর দাসের মা পম্পা দাস বলেন, তাঁর ছেলে ছোটবেলা থেকেই তাকে বলতেন বড় হয়ে এমন কোনও কাজ করবেন যাতে জেলার নাম সর্বত্র ছড়িয়ে পড়ে। ছেলে সেই কাজই করে দেখিয়েছেন। ছেলেকে নিয়ে তিনি খুবই গর্বিত। ছেলেবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন ভাস্কর। প্রথম থেকেই তাঁর লক্ষ্য ছিল উচ্চতার শিখরে পৌঁছনো। আর সেই কাজই করে দেখাল পুরুলিয়ার ভাস্কর। ‌ তাঁর এই সাফল্যে গর্বিত গোটা জেলা।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Success Story: আক্ষরিক অর্থেই আকাশ-স্পর্শ! পাইলট হয়ে স্বপ্নপূরণ পুরুলিয়ার ভূমিপুত্র ভাস্করের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল