৯৯% লোকই এর উত্তর শুনলে থ' হয়ে যাবেন! সাদা নয়, বলুন তো কোন প্রাণীর দুধের রং গোলাপি?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
গোলাপি দুধ উৎপাদন করা একমাত্র প্রাণী হল জলহস্তী। এটি দুটি রঙ্গক, হিপ্পোসুডোরিক অ্যাসিড এবং নরহিপ্পোসুডোরিক অ্যাসিডের উপস্থিতির কারণে হয়। যা জলহস্তীর ত্বক থেকে নিঃসৃত হয়।
advertisement
1/8

জানার কোনও শেষ নাই। তা বলে জানার চেষ্টা বৃথা কখনওই নয়।- এই পৃথিবী নিজেই এক আস্ত জ্ঞানের ভান্ডার। কত কী যে ছড়িয়ে আছে, তার হদিশ রাখতেই ভুলে যাই।
advertisement
2/8
জানার কোনও শেষ নেই। আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে। যা শুনলে আমরা আকাশ থেকে পড়ি।
advertisement
3/8
এমনও যে হতে পারে ভাবা যায় না। উত্তরটা জানলে আমাদের অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকে না।
advertisement
4/8
আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে। আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি।
advertisement
5/8
কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি।
advertisement
6/8
আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন।
advertisement
7/8
বলুন তো, কোন প্রাণীর দুধের রং গোলাপি?
advertisement
8/8
গোলাপি দুধ উৎপাদন করা একমাত্র প্রাণী হল জলহস্তী। এটি দুটি রঙ্গক, হিপ্পোসুডোরিক অ্যাসিড এবং নরহিপ্পোসুডোরিক অ্যাসিডের উপস্থিতির কারণে হয়। যা জলহস্তীর ত্বক থেকে নিঃসৃত হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
৯৯% লোকই এর উত্তর শুনলে থ' হয়ে যাবেন! সাদা নয়, বলুন তো কোন প্রাণীর দুধের রং গোলাপি?