Dooars Tourism: ডুয়ার্সে এবার খুলল অনবদ্য 'এই' রিসর্ট! শুরু হল অনলাইন বুকিং, রইল জঙ্গল ক্যাম্পের খুঁটিনাটি
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Dooars Tourism: সকাল থেকেই অবিরাম ময়ূরের ডাক, সন্ধ্যা হতেই বন্য প্রাণীদের আনাগোনা। অনলাইন বুকিংয়ের মাধ্যমে এমন এক রোমাঞ্চকর পরিবেশের স্বাদ নিতে পারবেন পর্যটকেরা।
advertisement
1/5

*ডুয়ার্সবাসীদের জন্য বাংলা নববর্ষে বন দফতরের উপহার, দীর্ঘ সময় বন্ধ থাকার পর বুকিং শুরু হচ্ছে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় পানঝোরা জঙ্গল ক্যাম্পের, খুশির হওয়া সব মহলেই।
advertisement
2/5
*গরুমারা জাতীয় উদ্যান বিভাগের অন্তর্গত চাপরামারি জঙ্গলের পাশে এক উঁচু টিলা, নিচ দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি নদী মূর্তি। সেই নদীর ওপর সেতু দিয়ে ছুটে যায় কলকাতাগামী ট্রেন-সহ টুরিস্ট স্পেশ্যাল ভিস্তাডোম।
advertisement
3/5
*সকাল থেকেই অবিরাম ময়ূরের ডাক, সন্ধ্যে হতেই বন্য প্রাণীদের আনাগোনা, আজ থেকে অনলাইন বুকিংয়ের মাধ্যমে এমন এক রোমাঞ্চকর পরিবেশের স্বাদ নিতে পারবে দেশি-বিদেশী পর্যটকেরা।
advertisement
4/5
*আর এতেই হাসি ফুটেছে পানঝোরা বনবস্তি প্রায় ৭০ জনজাতি গোষ্ঠীর পরিবারের মূখে, পর্যটকদের কাছে বরাবরের আকর্ষণীয় জলপাইগুড়ি জেলার মেটেলি থানার অন্তর্গত জাতীয় সড়কের পাশের এই ক্যাম্প।
advertisement
5/5
*আর এতেই হাসি ফুটেছে পানঝোরা বনবস্তির প্রায় ৭০টি জনজাতি গোষ্ঠীর পরিবারের মুখে। পর্যটকদের কাছে বরাবরের আকর্ষণীয় জলপাইগুড়ি জেলার মেটেলি থানার অন্তর্গত জাতীয় সড়কের পাশের এই ক্যাম্প। এ প্রসঙ্গে পানঝোরা বন বস্তিবাসীদের নিয়ে গঠিত জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সম্পাদক অমৃত ছেত্রী বলেন, গত চার বছর অনেক কষ্টে দিন গুজরান করেছে এই অঞ্চলের মানুষ, আজ থেকে নতুন করে বুকিং শুরু হচ্ছে এই জঙ্গল ক্যাম্পের, আসবে দেশি বিদেশি পর্যটকরা এবং এখানে এই মুহূর্তে তৈরি চারটি কটেজে তিন সদস্যের পরিবার থাকতে পারবেন। আগত পর্যটকদের খাবার সবই এই বন বস্তিবাসীদের নিয়ে গঠিত কমিটি থেকে সরবরাহ করা হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dooars Tourism: ডুয়ার্সে এবার খুলল অনবদ্য 'এই' রিসর্ট! শুরু হল অনলাইন বুকিং, রইল জঙ্গল ক্যাম্পের খুঁটিনাটি