Digha Tourism: জগন্নাথ মন্দিরের 'এই' ফোন নম্বর রেখে দিন, খুব সহজ হবে দিঘা পর্যটন,মন্দিরে পাবেন বিশেষ সুবিধা
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
সুবিশাল জায়গা জুড়ে অবস্থিত এই জগন্নাথ ধাম এবার দর্শনার্থীরা আরও সহজেই ঘুরে দেখতে পারবেন। তার জন্য রাস উৎসবের আগে দিঘায় জগন্নাথ মন্দির ট্রাস্টের তরফ থেকে চালু করা হল ট্যুর গাইড সিস্টেম।
advertisement
1/6

দিঘা আসা পর্যটক ও জগন্নাথ ভক্তদের জন্য সুখবর! সহজেই দিঘা জগন্নাথ ধাম ঘুরে দেখতে পারবেন ভক্তরা। সৈকত শহর দিঘায় গড়ে ওঠা জগন্নাথ ধাম যেন এক ভক্তির প্রবাহ রচনা করেছে। দূর দূরান্তের হাজার হাজার ভক্তের সমাগমে তীর্থক্ষেত্র যেন আজ মিলনক্ষেত্রে পরিণত হয়েছে। সুবিশাল জায়গা জুড়ে অবস্থিত এই জগন্নাথ ধাম এবার দর্শনার্থীরা আরও সহজেই ঘুরে দেখতে পারবেন।
advertisement
2/6
রাস উৎসবের আগে দিঘায় জগন্নাথ মন্দির ট্রাস্টের তরফ থেকে চালু করা হল ট্যুর গাইড সিস্টেম। যার মাধ্যমে নতুন আসা দর্শনার্থীদের একেবারে গেট থেকে পিকআপ করে ট্যুর গাইডাররা গোটা মন্দির ঘুরিয়ে দেখাবেন। কোথায় মা বিমলার মূর্তি রয়েছে, কোথায় রয়েছে বিষ্ণুদেব সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবেন তারা। মা বিমলার সাথে জগন্নাথ দেবের সম্পর্ক এমনকি আধ্যাত্মিক কথাও শোনাবেন ট্যুর গাইডাররা। মন্দিরের যাবতীয় খুঁটিনাটি তথ্যও তুলে ধরবেন দর্শনার্থীদের কাছে।
advertisement
3/6
সম্প্রতি দিঘা জগন্নাথ ধাম কর্তৃপক্ষের তরফ থেকে এই ট্যুর গাইড সিস্টেম চালু করা হয়েছে। ইতিমধ্যে ভক্তদের ঘুরিয়ে দেখার জন্য ১০জন ট্যুর গাইড থাকছেন জগন্নাথ ধামে। যার জন্য দর্শনে যাওয়ার আগের দিন বুকিং করে নিতে হবে ট্যুর গাইডারদের। বুকিংয়ের নাম্বার হল ৭৩৬৩০৮৩৮৪২। সরাসরি এই নাম্বারে ফোন করে বুক করতে পারবেন দর্শনার্থীরা। যা রাস উৎসবের আগে এ এক বিরাট পাওনা বলে মনে করছেন দর্শনার্থীরা।
advertisement
4/6
প্রসঙ্গত দিঘা জগন্নাথ মন্দিরে প্রতিনিয়ত ভিড় বাড়ছে। বিভিন্ন পুজো বা ছুটির দিনগুলিতে উপচে পড়া ভিড় দিঘা জগন্নাথ ধামে। দিঘা জগন্নাথ ধামে বেড়াতে এসে কোথায় কি রয়েছে তা অনেকেই বুঝতে পারে না। এবার সহজেই যাতে জগন্নাথ ধাম ভক্তরা পরিদর্শন করতে পারে তারই জন্য এই উদ্যোগ। জানা যায় দিঘা জগন্নাথ ধাম মন্দির সূত্রে।
advertisement
5/6
দিঘা জগন্নাথ ধামে ট্যুর গাইডের বিষয়ে দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টের সদস্য রাধারমন দাস বলেন, “জগন্নাথ ধামে বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি রয়েছে। অনেকেরই বুঝতে অসুবিধা হতো। তাই ট্যুর গাইড চালু করা হয়েছে। জগন্নাথ ধামে এই প্রথম রাস উৎসবের জন্যও আগাম প্রস্তুতি চালু হয়ে গিয়েছে আমাদের। ওদিন সকল দর্শনার্থীরা যাতে প্রবেশ করতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে।”
advertisement
6/6
যেসব ভক্তরা জগন্নাথ ধামে এসে সবকিছু ঘুরে দেখতে চায়। এর পাশাপাশি জগন্নাথ ধামের বিশেষ প্রসাদ পেতে চায় তাদের আগাম বুকিং করতে হবে। জগন্নাথ ধামের নাম্বারে বুকিং করতে হবে তাদের। তাহলে এই জগন্নাথ ধামে এসে ভক্তরা ট্যুর গাইড এর মাধ্যমে সবকিছু ঘুরে দেখতে পারবেন। এবং জানতে পারবেন মন্দিরের কোথায় কি রয়েছে। সুবিধা হবে ভক্তদেরই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Digha Tourism: জগন্নাথ মন্দিরের 'এই' ফোন নম্বর রেখে দিন, খুব সহজ হবে দিঘা পর্যটন,মন্দিরে পাবেন বিশেষ সুবিধা