Black Cumin Health Benefits: খাবারে কালো জিরে পড়লেই বিরক্তি? ভাবতে পারবেন না এতে কত ক্যালসিয়াম রয়েছে! জানুন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Black Cumin Health Benefits: বহুযুগ থেকে কালো জিরা মানবদেহের নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসেবে ব্যবহার হয়ে আসছে। জানুন, পাতে রাখুন।
advertisement
1/5

কালো জিরা নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসেবে ব্যবহার হয়ে আসছে বহুদিন ধরে। প্রতি গ্রাম কালো জিরায় যে সব পুষ্টি উপাদান রয়েছে তা হল- প্রোটিন, ভিটামিন-বি, নিয়াসিন, ক্যালসিয়াম, আয়রণ, ফসফরাস, কপার, জিংক এবং ফোলাসিন।
advertisement
2/5
রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে কালো জিরা। নিয়মিত কালো জিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ সতেজ থাকে। যে কোনও জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে।
advertisement
3/5
কালো জিরা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নিয়মিত পেট খারাপের সমস্যা থাকলে কালো জিরা সামান্য ভেজে গুঁড়ো করে ৫০০ মিলিগ্রাম হারে ৭-৮ চা চামচ দুধে মিশিয়ে সকালে ও বিকেলে সাত দিন ধরে খেলে উল্লেখযোগ্য ফল পাওয়া যায়।
advertisement
4/5
সকালে কালো জিরার সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন। কালো জিরা ও মধু ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা পালন করে। কালো জিরা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের রক্তের গ্লুকোজ কমিয়ে দেয়। ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
advertisement
5/5
নিয়মিত কালো জিরা খেলে দেহে রক্ত সঞ্চালন ঠিক মতো হয়। এতে করে মস্তিস্কে রক্ত সঞ্চালনের বৃদ্ধি ঘটে; যা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধিতে কালোজিরা বেশ উপকারী।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Black Cumin Health Benefits: খাবারে কালো জিরে পড়লেই বিরক্তি? ভাবতে পারবেন না এতে কত ক্যালসিয়াম রয়েছে! জানুন