Weekend Trip: কলকাতা থেকে নামমাত্র দূরত্ব, নদীর বুকে মন ভাল করা দ্বীপ! সপ্তাহান্তে ঘুরতে যাওয়ার দুর্দান্ত স্পট, পৌঁছনও বেশ রোমাঞ্চকর
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Hooghly Weekend Trip: কলকাতা থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে এখন একদিনের ভ্রমণ কিংবা পিকনিকের জন্য অত্যন্ত জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে নদীর বুকে মাথা চাড়া দিয়ে ওঠা একটি দ্বীপ।
advertisement
1/6

কলকাতা থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে বেহুলা ও হুগলি নদীর মিলনস্থলে গড়ে ওঠা সবুজ দ্বীপ এখন একদিনের ভ্রমণ কিংবা পিকনিকের জন্য অত্যন্ত জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে।
advertisement
2/6
নদীর বুকে ভেসে থাকা এই সবুজে মোড়া চরটি প্রকৃতির অপার সৌন্দর্য ও নির্জনতায় পর্যটকদের মন জয় করছে। স্থানীয়দের মতে, সবুজ দ্বীপকে ‘পাখির দেশ’ বলাই যায় কারণ শীতের মরশুমে বিভিন্ন প্রজাতির পাখিরা এখানে আশ্রয় নেয়, যা পাখিপ্রেমীদের কাছে দ্বীপটিকে আরও রহস্যময় ও আকর্ষণীয় করে তোলে।
advertisement
3/6
দ্বীপে পৌঁছনোর পথও অনেকটাই রোমাঞ্চে ভরা। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে সোমরাবাজার স্টেশনে নামতে হয়। সেখান থেকে টোটো করে পৌঁছতে হয় ফেরিঘাটে। এরপর নৌকায় চেপে নদী পেরোলেই চোখে পড়ে জলের মাঝে ভেসে থাকা ছোট্ট সবুজ দ্বীপটি।
advertisement
4/6
চারপাশে নদী, মাঝখানে উন্মুক্ত প্রান্তর আর নীরব প্রকৃতি—সব মিলিয়ে মনের ওপর এক অন্যরকম প্রশান্তি তৈরি হয়। দ্বীপে পায়ে হাঁটা পথ ধরে ঘুরে বেড়ানো, নদীর ধারে বসে সময় কাটানো কিংবা পাখিদের অবাধ ভেসে বেড়ানো দেখা সব মিলিয়ে এটি এক অনবদ্য অভিজ্ঞতা।
advertisement
5/6
যারা শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চান, তাদের জন্য সবুজ দ্বীপ নিঃসন্দেহে উপযুক্ত ঠিকানা। প্রকৃতি ও নীরবতার এই রাজ্যে কয়েক ঘণ্টা কাটালে ফেরার সময় কারও মনই আর ফিরতে চায় না।
advertisement
6/6
তাহলে আর দেরি না করে এবছর শীতে একদিনের জন্য ঘুরে ফিরে আসতে চাইলে কিংবা বন্ধুবান্ধব অথবা আত্মীয়-স্বজন নিয়ে পিকনিক করতে চাইলে আপনার চেক লিস্টে রেখে দিন এই সবুজ দ্বীপকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: কলকাতা থেকে নামমাত্র দূরত্ব, নদীর বুকে মন ভাল করা দ্বীপ! সপ্তাহান্তে ঘুরতে যাওয়ার দুর্দান্ত স্পট, পৌঁছনও বেশ রোমাঞ্চকর