TRENDING:

Refrigerated Beauty Products: রূপচর্চার এই সামগ্রীগুলি ফ্রিজে রাখছেন তো? নইলে কিন্তু হিতে বিপরীত হবে!

Last Updated:
কয়েকটি জিনিস রয়েছে যেগুলিকে ফ্রিজে ঠান্ডা না রাখলে, তা চুল ও ত্বকে হিতে বিপরীত হতে পারে (Refrigerated Beauty Products)।
advertisement
1/8
রূপচর্চার এই সামগ্রীগুলি ফ্রিজে রাখছেন তো? নইলে কিন্তু হিতে বিপরীত হবে!
দাম দিয়ে ভালো রূপচর্চার সামগ্রী কিনছেন ঠিকই, কিন্তু সেগুলিকে সংরক্ষণ করছেন তো ঠিক ভাবে? রূপচর্চার কিছু সামগ্রী ঘরের তাপমাত্রাতেই থাকে (Refrigerated Beauty Products)। কিন্তু কয়েকটি জিনিস রয়েছে যেগুলিকে ফ্রিজে ঠান্ডা না রাখলে, তা চুল ও ত্বকে হিতে বিপরীত হতে পারে (Refrigerated Beauty Products)। জেনে নিন কোনগুলিকে ফ্রিজে অবশ্যই রাখতে হবে। (Refrigerated Beauty Products) এতে দীর্ঘদিন এগুলি থাকবেও।
advertisement
2/8
অ্যালোভেরা জেল-- রূপচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান অ্যালোভেরা জেল। সাধারণ ঘরোয়া তাপমাত্রায় অ্যালোভেরা জেল রাখলে তা নষ্ট হয়ে যেতে পারে। তাই এটি ফ্রিজে রাখুন।
advertisement
3/8
শিট মাস্ক-- ফেস বা শিট মাস্ক ত্বককে হাইড্রেট ও ময়েশ্চারাইজ করে। ঠান্ডা তাপমাত্রায় সংরক্ষণ করলে এগুলো সবচেয়ে ভালো কাজ করে। সবসময় মাস্ক রেফ্রিজারেটরে রাখতে না চাইলে ব্যবহারের এক ঘণ্টা আগে সেগুলো ফ্রিজে রাখতে পারেন।
advertisement
4/8
লিপস্টিক-- ফ্রিজে সংরক্ষণ করতে পারেন লিপস্টিক। গরমে অনেক সময় লিপস্টিক গলে যাওয়ার পাশাপাশি লিপস্টিকের রঙও বদলায়। তাই লিপস্টিক দীর্ঘদিন সংরক্ষণ করতে ফ্রিজে রাখা যেতে পারে। এতে লিপস্টিকে থাকা ন্যাচারাল অয়েল ভালো থাকে এবং ঠোঁটে দীর্ঘস্থায়ী হয়।
advertisement
5/8
আই ক্রিম-- আই ক্রিম ফ্রিজে রাখলে যেমন অনেকদিন পর্যন্ত ভালো থাকে, তেমনি ঠান্ডা ক্রিম দূর করে চোখের ক্লান্তি ভাব।
advertisement
6/8
লিপ বাম-- লিপ বাম ফ্রিজে রেখে ব্যবহার করুন। ভালো থাকবে অনেকদিন।
advertisement
7/8
সিরাম-- ফ্রিজে রাখা সিরাম ত্বকের জন্য অনন্য। ঠান্ডা সিরাম ত্বকের ছিদ্র আঁটসাঁট করার ক্ষেত্রেও অনেক বেশি কার্যকর। এটি রক্ত সঞ্চালন বাড়ায়।
advertisement
8/8
টোনার-- টোনার অবশ্যই ফ্রিজে রাখুন। ঠান্ডা টোনার ত্বকের জন্যও ভালো।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Refrigerated Beauty Products: রূপচর্চার এই সামগ্রীগুলি ফ্রিজে রাখছেন তো? নইলে কিন্তু হিতে বিপরীত হবে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল