Recruitment case: ২৬,০০০ নিয়োগ বাতিলের দায় কার? স্পষ্ট করল হাই কোর্ট! চাকরি গেলেও কাউন্সেলিংয়ে বসার সুযোগ একাধিক প্রার্থীর
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Recruitment case: ২৬,০০০ চাকরি বাতিলে ফের এজলাসে ভৎর্সিত স্কুল সার্ভিস কমিশন। 'SSC অপকর্মের কারণেই চাকরি গেছে, এসএসসিকেই দায় বা দায়িত্ব নিতে হবে৷
advertisement
1/6

২৬,০০০ চাকরি বাতিলে ফের এজলাসে ভৎর্সিত স্কুল সার্ভিস কমিশন। 'SSC অপকর্মের কারণেই চাকরি গেছে, এসএসসিকেই দায় বা দায়িত্ব নিতে হবে৷ সম্ভাব্য যোগ্যদের সঙ্গে মানবিক অবস্থান দেখাক এসএসসি,' এসএসসি চাকরি বাতিল নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতি সৌগত ভট্টাচার্যের।
advertisement
2/6
মুর্শিদাবাদের নবম-দশমের চাকরিহারা শিক্ষিকা মহুয়া ঘোষের মামলায় ভৎর্সিত এসএসসি। মহুয়াকে 'সম্ভাব্য যোগ্য' শিক্ষিকা হিসেবে খুঁজে পেল হাইকোর্ট। এই মামলার শুনানির সময় আদালত জানায়, '২০১৬ SLST চাকরির ২টি পরীক্ষাতেই (নবম-দশম ও উচ্চপ্রাথমিক) সফল একজন। নবম-দশমেও চাকরি নিয়েছে। সেই চাকরি এসএসসি ভুলে বাতিল হয়েছে। উচ্চ প্রাথমিক পরীক্ষায় সফল পরীক্ষার্থীকে কাউন্সেলিং সুযোগ কেন দেবে না এসএসসি।'
advertisement
3/6
উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং বসানোর নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। ১১ জুন কাউন্সেলিং বসানোর নির্দেশ বিচারপতি'র। চূড়ান্ত মেধাতালিকায় জায়গা পেলে চাকরি দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
4/6
প্রসঙ্গত, ২০১৬ SLST ৫টি নিয়োগ পরীক্ষা হয়। গ্রুপ ডি, গ্রুপ সি, নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং উচ্চ প্রাথমিক। ৪টি নিয়োগ পরীক্ষা বাতিল করেছে সুপ্রিম কোর্ট। উচ্চপ্রাথমিক নিয়োগ পরীক্ষায় মেধাতালিকার ত্রুটি সারিয়ে নিয়োগ পরীক্ষা সবুজ সঙ্কেত পায় সুপ্রিম কোর্ট থেকে।
advertisement
5/6
মুর্শিদাবাদের মহুয়া ঘোষ দুটি পরীক্ষায় বসেন। নবম-দশম এবং উচ্চপ্রাথমিক। দুটি পরীক্ষাতেই কাউন্সেলিং ডাক পায়। আগে নিয়োগ হওয়ায় নবম-দশম চাকরি নেয়। পাশাপাশি উচ্চ প্রাথমিক নিয়োগ পরীক্ষাতেও কাউন্সেলিং বসে। ২০২৪ উচ্চ প্রাথমিক কাউন্সেলিং বসতে পারেননি শারীরিক সমস্যার কারণে। ১১ জুন ফের কাউন্সেলিং উচ্চপ্রাথমিক। এসএসসি বসতে না দেওয়ায় হাইকোর্টে মামলা করে।
advertisement
6/6
বিচারপতি সৌগত ভট্টাচার্য পর্যবেক্ষণ, ইনসার্ভিসদের চাকরি নিয়ে সুনির্দিষ্ট রায় দিয়েছে শীর্ষ আদালত। মহুয়া ঘোষের মেধার ভিত্তি ধরলে ইনসার্ভিস থেকেও ভালো প্রেক্ষাপট রয়েছে তাঁর চাকরি পাওয়ার। মহুয়ার পাশাপাশি আরও কয়েকটি ক্ষেত্রে এমনই অনুরূপ নির্দেশ দিয়েছে হাইকোর্ট একক বেঞ্চ।