Chorbagan Sarbojanin Durga Puja 2024: মা আসছে... দেবীর চক্ষুদান পর্ব সম্পন্ন চোরবাগান সর্বজনীনে, ৮৯ তম বর্ষে পুজোর থিম কী?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:PARADIP GHOSH
Last Updated:
মহালয়ার দিনই হয়ে গেল কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মায়ের চক্ষুদান পর্ব ৷
advertisement
1/5

মা আসছে! ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজোর কাউন্টডাউন। আর তার আগে মহালয়া নিয়ে বাঙালির মধ্যে থাকে আলাদাই উন্মাদনা। এই দিন থেকেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয়ে যায় দেবীপক্ষের।
advertisement
2/5
মহালয়ার দিনই হয়ে গেল কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মায়ের চক্ষুদান পর্ব ৷
advertisement
3/5
পুজোর ৮৯তম বর্ষে শিল্পী সুব্রত মৃধা। প্রতি বছরের মতো এবছরেও চোরবাগান সর্বজনীনের পুজোয় থাকছে অভিনবত্ব।
advertisement
4/5
বর্তমান সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবারের পূজোর থিম। পিতৃতান্ত্রিক সমাজে আসল চালিকাশক্তি সেই নারীরাই।
advertisement
5/5
চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের ৮৯ তম বর্ষে সেটাই ফুটে উঠেছে শিল্পী সুব্রত মৃধার ভাবনা ও সৃজনে।