TRENDING:

Jadavpur University: ইউনিয়ন রুম থেকে গলিতে ঢুকছেন...ঝিলপাড়ের ওয়াশরুমে গিয়ে কীভাবে মৃত্যু? যাদবপুর কাণ্ডে কী বলছে CCTV

Last Updated:

এছাড়াও, দেখা হচ্ছে ওই তরুণী কি একা সেই গলিতে ঢুকলেন? না কি সাথে কেউ ছিলেন? ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে যদি একা ঢুকে থাকেন ওই তরুণী, তার কতটা সময় পর পরের জন ওখানে ঢুকলেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রী মৃত্যুতে ধোঁয়াশা কাটাতে চার নম্বর গেটের ভিতরের অংশে গেটে লাগানো ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কারণ,এই ফুটেজ থেকে ওই পড়ুয়ার ঘটনাস্থলে যাওয়ার ছবি ধরা পড়েছে৷
News18
News18
advertisement

এই ক‍্যামেরা থেকেই তদন্তকারী অফিসারেরা দেখছেন ওই তরুণী ইউনিয়ন রুমের পাশে যে সরু গলিতে কখন ঢুকলেন। কোন দিক থেকে তিনি ঢুকলেন? ইউনিয়ন রুম থেকে বেরিয়ে ঢুকলেন? না কি অনুষ্ঠান স্থলের দিক থেকে এসে ওই গলিতে ঢুকলেন। গলির একদম শেষে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমের সামনেই জলে পড়ে যান ওই ছাত্রী৷

আরও পড়ুন: বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর কর্মসূচিতে যোগ

advertisement

এছাড়াও, দেখা হচ্ছে ওই তরুণী কি একা সেই গলিতে ঢুকলেন? না কি সাথে কেউ ছিলেন? ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে যদি একা ঢুকে থাকেন ওই তরুণী, তার কতটা সময় পর পরের জন ওখানে ঢুকলেন?

ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে দেখা হচ্ছে ওয়াশ রুমের সিড়ি থেকে জলে পড়ে যাওয়ার অংশও। কারণ,গলিতে ঢুকে পাশাপাশি দুটো ওয়াশরুম আছে। ঢুকেই প্রথমটি লেডিস ওয়াশরুম। পরেরটা জেন্স। দুটোতেই তিনটি সিঁড়ির ধাপ৷

advertisement

আরও পড়ুন: ‘নেপালের শান্তির প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ,’ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকিকে শুভেচ্ছা মোদির

লেডিস ওয়াশরুমের সামনে ঝিলের সামনেটা লোহার ব‍্যারিকেড আছে। জেন্স ওয়াশরুমের সামনেও ব‍্যারিকেড আছে। যেখানে সিড়ি শেষ হচ্ছে সেই অংশে ঝিলের ব‍্যারিকেড নেই ৷ তদন্তকারীরা জানার চেষ্টা করছেন তরুণী কি ওয়াশরুম থেকে বেরিয়ে কোনও কারণে লোহার ব‍্যারিকেডে বসেছিলেন? না কি ওয়াশরুম থেকে বেরিয়ে বাঁ দিকে না এসে কোনও কারণে ডাকদিকে চলে যান এবং সেখানে লোহার ব্যারিকেড না থাকা অং শ দিয়ে দুর্ঘটনাবশত পড়ে যান ঝিলে? (ছবিতে, ১। হলুদ মার্ক লেডিস ওয়াশরুম, ২। নীল মার্ক জেন্স ওয়াশরুম, ৩। সবুজ মার্ক ফাঁকা অংশ যেখানে লোহার ব‍্যারিকেড নেই)

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University: ইউনিয়ন রুম থেকে গলিতে ঢুকছেন...ঝিলপাড়ের ওয়াশরুমে গিয়ে কীভাবে মৃত্যু? যাদবপুর কাণ্ডে কী বলছে CCTV
Open in App
হোম
খবর
ফটো
লোকাল