জানা গিয়েছে, রবিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি। ৫ টা ৪০ মিনিটে বিমানবন্দর থেকে বেরিয়ে ৬.১০ মিনিটে রাজভবনে পৌঁছবেন তিনি। সেখানে রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী মোদী। আগামী সোমবার , ১৫ সেপ্টেম্বর সকাল ৯ টা ৩০ মিনিটে ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গে যাবেন প্রধানমন্ত্রী মোদি। সকাল ৯.৩০ থেকে ১ টা পর্যন্ত সেনাবাহিনীর কর্মসূচি রয়েছে। সেখানেই যোগ দেবেন।
advertisement
সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর, দুপুর ১ টা ৪০ মিনিটে কলকাতা বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী মোদি। সেখান থেকে বিহারে যাবেন তিনি। প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর দেশের মধ্যে ভারতীয় সেনা এবং কমান্ডারদের নিয়ে সবচেয়ে বড় বৈঠক হতে চলেছে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামে।
১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স হবে। ওই কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিন বাহিনীর প্রধান, ভারতীয় সেনার চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান-সহ সেনার শীর্ষ কর্তারাও থাকবেন।
আরও পড়ুন: এই রবিবার ফের SSC, দেহতল্লাশি থেকে অ্যাডমিটের নিয়ম কী কী, আগে থেকে জানাল কমিশন
সেনার আগামিদিনের কৌশল এবং সীমান্ত স্ট্র্যাটেজি নিয়ে এই কনফারেন্সে আলোচনা হতে চলেছে।বাংলার মাটি থেকে একাধিক কৌশলগত বৈঠকের সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের প্রতিরক্ষা নীতি ও সেনার আগামী দিনের রণনীতি নির্ধারণে এই সম্মেলনের গুরুত্ব অপরিসীম বলে মনে করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিন বাহিনীর প্রধান ও সিডিএস অনিল চৌহান। সেখানে সীমান্ত কৌশল এবং সেনার ভবিষ্যৎ স্ট্র্যাটেজি নিয়েই হবে আলোচনা বলে খবর সূত্রের।