TRENDING:

CBI-RG Kar Case: হুট করে ঘুরে গেল মোড়, আরজি কর কাণ্ডে সব নজর এখন পোস্টমর্টেম রিপোর্টে! কেন? শুনে চমকে যাবেন

Last Updated:
CBI-RG Kar Case: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচার পর্বে বিরাট আপডেট।
advertisement
1/6
হুট করে ঘুরে গেল মোড়, আরজি কর কাণ্ডে সব নজর এখন পোস্টমর্টেম রিপোর্টে! কেন?
আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডে সিবিআইয়ের তরফ থেকে নির্যাতিতা তরুণীর পোস্টমর্টেম রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া কথা বলা হচ্ছে। নির্দিষ্ট এই তরুণীর পোস্টমর্টেমের আগের পাঁচটি এবং পরের পাঁচটি দেহের পোস্টমর্টেম রিপোর্ট খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
2/6
এই মর্মে আরজি করের ফরেনসিক মেডিসিন বিভাগ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হল। কোনও অসঙ্গতি আছে কিনা, কোনও রকম কিছু চাপা দেওয়া হয়েছে কিনা, সঠিকভাবে ময়নাতদন্ত করা হয়েছে কিনা, সবটাই খতিয়ে দেখা হবে।
advertisement
3/6
এদিকে, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচার পর্বে বিরাট আপডেট। ধর্ষণ ও খুনের বিচার পর্ব সোমবার থেকে ভার্চুয়ালি হবে। কিন্তু কেন?
advertisement
4/6
সংশোধনাগারে আলাদা ঘরে বসে ভার্চুয়াল বিচার পর্বে অংশ নেবেন অভিযুক্ত সঞ্জয় রাই। নিরাপত্তার কারণে শিয়ালদহ আদালতে তাঁকে সশরীরে হাজিরা না করিয়ে ভার্চুয়াল এই বিচার পর্ব চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
5/6
তবে আদালতে দুই তরফের আইনজীবী, সাক্ষী সকলে উপস্থিত থাকবেন। বিচার পর্ব রুদ্ধদ্বার কক্ষেই চলবে। রুদ্ধদ্বার কক্ষে বিচারপর্ব চলার কারণে জেলেও সেই ভাবেই ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র সঞ্জয় ক্যামেরার সামনে বসে থাকবেন। তিনি সমস্তটাই শুনতে পারবেন। কারারক্ষীরা ঘরের বাইরে পাহাড়ারত অবস্থায় থাকবে।
advertisement
6/6
তবে যে দিনগুলিতে আইডেন্টিফিকেশন অর্থাৎ কোনও সাক্ষীর মাধ্যমে তাঁকে চিহ্নিত করণের বিষয় থাকবে সেদিন আদালতে আনা হবে সঞ্জয়কে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
CBI-RG Kar Case: হুট করে ঘুরে গেল মোড়, আরজি কর কাণ্ডে সব নজর এখন পোস্টমর্টেম রিপোর্টে! কেন? শুনে চমকে যাবেন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল