TRENDING:

Lionel Messi in Kolkata: 'বাংলার জন্য লজ্জাজনক হয়ে থাকল আজকের দিনটি', যুবভারতীতে পরিস্থিতি দেখতে গিয়ে মন্তব্য রাজ্যপালের

Last Updated:

Lionel Messi in Kolkata: পরিস্থিতি খতিয়ে দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গনে আসেন রাজ্যপাল। ভিআইপি গেট বন্ধ থাকায় সেই গেটের বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন রাজ্যপাল। তাঁর দাবি, কর্তৃপক্ষের কাছে সঠিক সময় জানানো হলেও তাঁকে গেট খোলার জন্য দাঁড়িয়ে থাকতে হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কী বললেন রাজ্যপাল?
কী বললেন রাজ্যপাল?
advertisement

কলকাতা: পরিস্থিতি খতিয়ে দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গনে আসেন রাজ্যপাল। ভিআইপি গেট বন্ধ থাকায় সেই গেটের বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন রাজ্যপাল। তাঁর দাবি, কর্তৃপক্ষের কাছে সঠিক সময় জানানো হলেও তাঁকে গেট খোলার জন্য দাঁড়িয়ে থাকতে হয়।

রাজ্যপাল বলেন, গেট বন্ধ বলে আমি অপেক্ষা করলাম। কর্তৃপক্ষের কাছে আমার অফিসাররা ফোন করেছিলেন কোনও সাড়া পাওয়া যায়নি। আমি না দেখে কোনও রিপোর্ট দিতে পারব না। আমি গ্রাউন্ড জিরো দেখার পর রিপোর্ট দেব

advertisement

আরও পড়ুন: কেরলের পুর এবং পঞ্চায়েত নির্বাচনে ঝড় কংগ্রেস জোটের! রাজধানী তিরুবনন্তপুরমে চমক এনডিএ-র

এই ঘটনার পরে তিনি রবিবার ফের মাঠে আসবেন বলেও জানান। পাশাপাশি এদিনের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি করেন রাজ্যপাল, ভক্তদের টাকা ফেরানোর কথাও তিনি বলেন। রাজ্যপালের কথায়, অনেকে অনেক টাকা খরচ করে টিকিট কেটেছিলেন, কিন্তু দেখতে পারেননি। সাধারণ মানুষ তারা। তাই টাকা ফেরতের ব‍্যবস্থা করতে হবে

advertisement

আরও পড়ুন: মেসির অনুষ্ঠানে যুবভারতীতে চরম বিশৃঙ্খলা! মাঠের দিকে এগিয়েও মাঝপথেই ফিরে গেল মুখ্যমন্ত্রীর কনভয়

পাশাপাশি রাজ্যপাল প্রশ্ন তোলেন,এই ঘটনার জন‍্য দায়ী কে? সিস্টেম ফেল করেছে। আমার সহকর্মী মুখ্যমন্ত্রী এখানে আসতেন পারলেন না। সিস্টেমিক ফেলিওর… নেগলেজেন্সি ও সিস্টেমিক ফেলিওর। ইন্টেলিজেন্স রিপোর্ট কি ছিল? এমন ঘটনা ঘটতে পারে এমন কোনও আঁচ কি পাওয়া গেছিল?সব শেষে রাজ্যপাল বলেন,বাংলার জন্য লজ্জাজনক হয়ে থাকল আজকের দিনটি। বাংলা ও বাঙালির মনে ফুটবল… আজ কলকাতায় যা ঘটল লজ্জাজনক হয়ে থাকল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের দিন শেষ, বিরাট স্বস্তি চন্দ্রকোনায়! প্রশাসনের উদ্যোগে অবশেষে পরিস্থিতির বদল
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi in Kolkata: 'বাংলার জন্য লজ্জাজনক হয়ে থাকল আজকের দিনটি', যুবভারতীতে পরিস্থিতি দেখতে গিয়ে মন্তব্য রাজ্যপালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল