TRENDING:

Shah Rukh Khan in Tiger 3: 'টাইগার ৩'-এ আবির্ভাব পাঠান-রূপী শাহরুখের! বাদশার ক্যামিওই যেন ছবির সেরা মুহূর্ত

Last Updated:
Shah Rukh Khan in Tiger 3: জল্পনা ছিল, সলমনের 'টাইগার ৩'-এ দেখা গেল পাঠান-রূপী শাহরুখকে। কয়েক মুহূর্তের জন্য হলেও তাঁর উপস্থিতি যেন আরও কিছু ধাপ এগিয়ে দিল ছবিটিকে।
advertisement
1/5
'টাইগার ৩'-এ আবির্ভাব পাঠান-রূপী শাহরুখের! বাদশার ক্যামিওই যেন ছবির সেরা মুহূর্ত
স্পাই ইউনিভার্স তৈরি করছে যশরাজ ফিল্মস। টাইগার, পাঠান সেই দুনিয়ার দুই গুরুত্বপূর্ণ চরিত্র। তাদের একসঙ্গে পর্দায় প্রথম আবির্ভাব 'পাঠান'-এ। শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত অ্যাকশন-থ্রিলারে কয়েক মিনিটের জন্য দেখা যায় সলমন খানকে। দুই নায়কের যুগলবন্দি নজর কেড়েছিল দর্শকের। উস্কে দিয়েছিল নস্টালজিয়া।
advertisement
2/5
জল্পনা ছিল, সলমনের 'টাইগার ৩'-এ দেখা গেল পাঠান-রূপী শাহরুখকে। কয়েক মুহূর্তের জন্য হলেও তাঁর উপস্থিতি যেন আরও কিছু ধাপ এগিয়ে দিল ছবিটিকে।
advertisement
3/5
শাহরুখ-সলমনের অনুরাগীরা উচ্ছ্বসিত। অনেকের মতেই, পুরো ছবিতে দুই তারকার যুগলবন্দির মুহূর্তগুলিই শ্রেষ্ঠ। কেউ কেউ আবার পাঠান-টাইগারকে ফের একসঙ্গে চাক্ষুষ করার দিন গুনছেন।
advertisement
4/5
টাইগার, পাঠান এবং ওয়ার-এর কবীর অর্থাৎ হৃতিককে এক ছাতার তলায় এনে স্পাই ইউনিভার্স গড়বে যশরাজ ফিল্মস। তিনটি ছবিই ব্যবসা-সফল। বলিউডের তিন তারকাকে নিয়ে ছবি তৈরির অপেক্ষায় সিনেপ্রেমীরা।
advertisement
5/5
শাহরুখের সঙ্গে সলমনের ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবি নিয়ে বি-টাউনের অন্দরে জোর জল্পনা চলছে। শোনা যাচ্ছে, সলমনের ‘টাইগার থ্রি’ এবং শাহরুখের ‘ডানকি’ মুক্তি পাওয়ার পরেই যশরাজ ফিল্মসের ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবির শ্যুটিং শুরু হবে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Shah Rukh Khan in Tiger 3: 'টাইগার ৩'-এ আবির্ভাব পাঠান-রূপী শাহরুখের! বাদশার ক্যামিওই যেন ছবির সেরা মুহূর্ত
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল