Shah Rukh Khan-Anirban Bhattacharya: অনির্বাণের প্রশংসা করে ট্যুইট শাহরুখের! বলিউডে পা রেখেই 'বাদশা'র মন জয় অভিনেতার
- Published by:Sanchari Kar
Last Updated:
Shah Rukh Khan-Anirban Bhattacharya: 'মিসেস চ্য়াটার্জি ভার্সেস নরওয়ে'-তে রানির স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে শাহরুখের।
advertisement
1/6

বেজায় ব্য়স্ত তিনি। কোনও না কোনও কাজে ছুটে চলেছেন সারাক্ষণ। কিন্তু সেই ব্য়স্ততার মাঝেও সময় বার করে 'মিসেস চ্য়াটার্জি ভার্সেস নরওয়ে' দেখলেন শাহরুখ খান। দেখবেন না-ই বা কেন! তাঁর প্রিয় বন্ধু, সহকর্মী রানি মুখোপাধ্য়ায়ের ছবি বলে কথা।
advertisement
2/6
অসীমা ছিব্বর পরিচালিত এই ছবি শাহরুখের মন ছুঁয়েছে। 'মিসেস চ্য়াটার্জি ভার্সেস নরওয়ে' দেখে আপ্লুত 'বাদশা'। ট্য়ুইট করে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি। ছবির অভিনেতা এবং সমগ্র টিমের ভূয়সী প্রশংসা করেছেন।
advertisement
3/6
'মিসেস চ্য়াটার্জি ভার্সেস নরওয়ে'-তে রানির স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে শাহরুখের।
advertisement
4/6
ছবিটির প্রশংসা করে তিনি লেখেন, ''মিসেস চ্য়াটার্জি ভার্সেস নরওয়ে'-র পক্ষ থেকে কী অসম্ভব সুন্দর প্রয়াস। মুখ্য় চরিত্রে আমার রানি তাক লাগিয়ে দিয়েছে। আক্ষরিক অর্থেই একজন রানিই এমন করতে পারে।"
advertisement
5/6
পরিচালক অসীমা ছিব্বরেরও প্রশংসা করেন শাহরুখ। রানির পাশাপাশি এই ছবিতে যাঁরা অভিনয় করেছেন, তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন 'বাদশা'।
advertisement
6/6
এই ট্য়ুইটে তিনি ট্য়াগ করেন অনির্বাণকেও। শাহরুখ লেখেন, 'প্রত্য়েকের কাজই দেখার মতো। সকলের এই ছবিটি দেখা উচিত।'