Tasnia Rahman Death: গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় উদ্ধার দেহ! মডেল-অভিনেত্রীর মৃত্যু ঘিরে রহস্য
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Tasnia Rahman Death: জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে মডেলিং এবং অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তাসনিয়া। অতীতে একাধিকবার ফেসবুক লাইভে এসে নানা সমস্যার কথা জানান তিনি।
advertisement
1/5

বাংলাদেশের ধানমন্ডির একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয় মডেল-অভিনেত্রী তাসনিয়া রহমানকে। এর পরেই তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাসনিয়াকে মৃত ঘোষণা করেন।
advertisement
2/5
ঢাকার ধানমন্ডির একটি অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তলার ফ্ল্যাটে থাকতেন তাসনিয়া। একই অ্যাপার্টমেন্টের চারতলায় থাকতেন তাঁর মা–বাবা-সহ পরিবারের অন্য সদস্যরা।
advertisement
3/5
বাংলাদেশের প্রথম সারির এক সংবাদমাধ্যমকে ধানমন্ডি থানার উপপরিদর্শক জান্নাতুল ফেরদৌসী জানান, ওই ফ্ল্যাটে একাই থাকতেন তাসনিয়া। আরেকটি ফ্ল্যাটে থাকেন তাঁর পরিবারের অন্য সদস্যরা। ভোরে এক বন্ধুর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাসনিয়ার ঝুলন্ত দেহ দেখতে পান। তখনই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিক্যালে। কিন্তু শেষ রক্ষা হয়নি।
advertisement
4/5
জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে মডেলিং এবং অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তাসনিয়া। অতীতে একাধিকবার ফেসবুক লাইভে এসে নানা সমস্যার কথা জানান তিনি। গত বছরে একাধিক প্রতারণার অভিযোগে চর্চায় এসেছিলেন তাসনিয়া। বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছিলেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক জসীম আহমেদ।
advertisement
5/5
চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেন তাসনিয়া। তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। (DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))