TRENDING:

অতিপ্রাকৃতিক বৈজ্ঞানিক ঘটনাকে জুড়ে দেওয়া হল কাব্যিক ত্রিকোণ প্রেমের গল্পের মাধ্যমে, আসছে নতুন বাংলা ছবি "পয়লা বৈশাখ - এ জার্নি থ্রু টাইম"

Last Updated:

একটি অতিপ্রাকৃতিক বৈজ্ঞানিক ঘটনাকে একটি কাব্যিক ত্রিকোণ প্রেমের গল্পের মাধ্যমে তুলে ধরেছেন পরিচালক অর্ক দাশগুপ্ত৷ এই ছবির মাধ্যমে নতুন প্রজন্মরা আবেগ ও যুক্তিগত ভাবে উভয়ভাবেই একাত্ব হতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অতি স্বাধারণ মধ্যবিত্ত ইন্দ্রর জীবন সম্পূর্ণভাবে বদলে যায় একটা রাতের একটা ছোট্ট ঘটনায়। ইন্দ্রর সদ্য চাকরি পাওয়ার আনন্দে ইন্দ্র, তার জামাইবাবু রণজিৎ এবং তার খুব কাছের বন্ধু অনির্বাণ একসঙ্গে পার্টি করছিল। এবং এই পার্টির শেষেই এক অপ্রাকৃতিক ঘটনায় ইন্দ্র আটকে যায় একটা নির্দিষ্ট দিনে – পয়লা বৈশাখে। ইন্দ্রর প্রেমিকা মৌমিতা ও তার বন্ধুবান্ধব এবং তার পরিবারের সকলের কেউই ইন্দ্রর এই পরিস্থিতি সম্পর্কে জানত না আর দিনের- পর দিন একইভাবে একই দিন কাটাতে কাটাতে ইন্দ্র ধীরে ধীরে আশা হারিয়ে ফেলতে থাকে আর অস্থিরতায় ভুগতে থাকে। তার আশেপাশের কেউই তাকে বিশ্বাস বা সাহায্য করে না। এরকম এক চরম পরিস্থিতিতে নার্গিসের সঙ্গে ইন্দ্রর দেখা হয়। নার্গিস একজন বিজ্ঞানী, সে নিজেও ইন্দ্রর মতো একই দিনে অর্থাৎ পয়লা বৈশাখে আটকে রয়েছে। ইন্দ্র নার্গিসের থেকে জানতে পারে যে তাদের এই অতি প্রাকৃতিক সময়যাত্রার মূলে রয়েছে একটা বৈজ্ঞানিক পরীক্ষা যা কিনা নার্গিস আর তার বাবা প্রফেসর আহমেদ একসঙ্গে আমেরিকায় করছিল। ইন্দ্র আর নার্গিস দু’জনে মিলে এবং প্রফেসর আহমেদের ফেলে যাওয়া প্রতিটি সূত্রকে পর্যবেক্ষণ করে তাদের সঙ্গে ঘটা এই ঘটনার সমাধান করার চেষ্টা করে। কিন্তু সময় তাদের সঙ্গে আবার বিশ্বাসঘাতকতা করে, তারা লক্ষ্য করে তাদের প্রতিটা দিন অর্থাৎ প্রতিটা পয়লা বৈশাখ ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। এবং পুরো পৃথিবী তাদের থেকে অনেক বেশি তাড়াতাড়ি চলতে শুরু করেছে, এবং তারা এই পয়লা বৈশাখ সময় প্রবাহর তুলনায় ধীর গতি হয়ে পড়েছে। নার্গিস তার টাইম ডাইভার্জেন্স সিগন্যাল রিপিটার মেশিন পরীক্ষা করে বুঝতে পারে, তারা একটা স্পেস টাইম ভরটেক্সে আটকে পড়েছে। এরপর কীভাবে এগোবে গল্প, তা বলবে “পয়লা বৈশাখ – এ জার্নি থ্রু টাইম”
News18
News18
advertisement

একটি অতিপ্রাকৃতিক বৈজ্ঞানিক ঘটনাকে একটি কাব্যিক ত্রিকোণ প্রেমের গল্পের মাধ্যমে তুলে ধরেছেন পরিচালক অর্ক দাশগুপ্ত৷ এই ছবির মাধ্যমে নতুন প্রজন্মরা আবেগ ও যুক্তিগত ভাবে উভয়ভাবেই একাত্ব হতে পারে।

আরও পড়ুনMadhumitha Sarcar: শুরু হল আইবুড়োভাত পর্ব! হবু বরকে নিয়ে জমিয়ে খাওয়াদাওয়া মধুমিতার, জেনে নিন বিয়ের খুঁটিনাটি

অর্কর শৈশব থেকেই বিজ্ঞান, কল্পবিজ্ঞানের প্রতি চরম আগ্রহ এবং ভালোবাসা। তার শৈশবের প্রিয় কল্পবিজ্ঞান লেখক জুলে ভার্ন, এডগার অ্যালান পো, আর্থার সি. ক্লার্ক, স্যার আর্থার কোনান ডয়েল, এইচ. জি. ওয়েলস্ এবং সত্যজিৎ রায় প্রমূখের অনুপ্রেরণায় পয়লা বৈশাখের জন্ম। আর অর্ক দাশগুপ্ত র মতে তিনি আগামীদিনে বাংলা চলচ্চিত্র জগতকে আরও অনেক কল্পবিজ্ঞান চলচ্চিত্র উপহার দিতে পারবেন । ছবিতে অভিনয় করেছেন মুমতাজ সরকার, শান্তিলাল মুখোপাধ্যায়, শুভমিতা মুখোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় প্রমুখ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাতে ডিম নিয়েই ৩৩১বার ঘুসি! গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বারাসতের দেবজ্যোতির
আরও দেখুন

অর্ক দাশগুপ্ত ২০ বছর ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত রয়েছেন৷ অর্ক একজন সংগীতশিল্পী হিসেবে বিনোদন জগতে তার যাত্রা শুরু করেন । তিনি একজন ব্লুজ সঙ্গীতশিল্পী এবং একাধিক রক, ফিউশন ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন । এরপরই ব্যক্তিগত কারণে তিনি বিনোদন জগৎ ছেড়ে দেন এবং ব্যাঙ্কার হিসাবে কাজ করেন। এরপর দীর্ঘ ৮ বছর বিনোদন জগত থেকে দূরত্বের পর “পয়লা বৈশাখ – এ জার্নি থ্রু টাইম” এর মধ্যে দিয়ে তিনি আবার বিনোদন জগতে ফিরে আসছেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
অতিপ্রাকৃতিক বৈজ্ঞানিক ঘটনাকে জুড়ে দেওয়া হল কাব্যিক ত্রিকোণ প্রেমের গল্পের মাধ্যমে, আসছে নতুন বাংলা ছবি "পয়লা বৈশাখ - এ জার্নি থ্রু টাইম"
Open in App
হোম
খবর
ফটো
লোকাল