একটি অতিপ্রাকৃতিক বৈজ্ঞানিক ঘটনাকে একটি কাব্যিক ত্রিকোণ প্রেমের গল্পের মাধ্যমে তুলে ধরেছেন পরিচালক অর্ক দাশগুপ্ত৷ এই ছবির মাধ্যমে নতুন প্রজন্মরা আবেগ ও যুক্তিগত ভাবে উভয়ভাবেই একাত্ব হতে পারে।
অর্কর শৈশব থেকেই বিজ্ঞান, কল্পবিজ্ঞানের প্রতি চরম আগ্রহ এবং ভালোবাসা। তার শৈশবের প্রিয় কল্পবিজ্ঞান লেখক জুলে ভার্ন, এডগার অ্যালান পো, আর্থার সি. ক্লার্ক, স্যার আর্থার কোনান ডয়েল, এইচ. জি. ওয়েলস্ এবং সত্যজিৎ রায় প্রমূখের অনুপ্রেরণায় পয়লা বৈশাখের জন্ম। আর অর্ক দাশগুপ্ত র মতে তিনি আগামীদিনে বাংলা চলচ্চিত্র জগতকে আরও অনেক কল্পবিজ্ঞান চলচ্চিত্র উপহার দিতে পারবেন । ছবিতে অভিনয় করেছেন মুমতাজ সরকার, শান্তিলাল মুখোপাধ্যায়, শুভমিতা মুখোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় প্রমুখ৷
advertisement
অর্ক দাশগুপ্ত ২০ বছর ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত রয়েছেন৷ অর্ক একজন সংগীতশিল্পী হিসেবে বিনোদন জগতে তার যাত্রা শুরু করেন । তিনি একজন ব্লুজ সঙ্গীতশিল্পী এবং একাধিক রক, ফিউশন ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন । এরপরই ব্যক্তিগত কারণে তিনি বিনোদন জগৎ ছেড়ে দেন এবং ব্যাঙ্কার হিসাবে কাজ করেন। এরপর দীর্ঘ ৮ বছর বিনোদন জগত থেকে দূরত্বের পর “পয়লা বৈশাখ – এ জার্নি থ্রু টাইম” এর মধ্যে দিয়ে তিনি আবার বিনোদন জগতে ফিরে আসছেন।
