Madhumitha Sarcar: শুরু হল আইবুড়োভাত পর্ব! হবু বরকে নিয়ে জমিয়ে খাওয়াদাওয়া মধুমিতার, জেনে নিন বিয়ের খুঁটিনাটি

Last Updated:
এরই মধ্যে হবু বরের সঙ্গে বিয়ের আগে প্রথমবার দু'জনে একসঙ্গে আইবুড়োভাত খেলেন মধুমিতা৷ তাঁদের বন্ধুরা আয়োজন করেছিলেন আইবুড়োভাতের।
1/9
৭ বছর পরে, ফের ধারাবাহিকের পর্দায় ফিরছেন অভিনেত্রী মধুমিতা সরকার৷ মধুমিতাকে শেষবার ধারাবাহিকে দেখা গিয়েছিল ২০১৮ সালে। 'কুসুমদোলা' ধারাবাহিকে অভিনয় করেছিলেন অভিনেত্রী। তাঁর সিরিয়াল 'ভোলে বাবা পার করেগা'৷ অন্যদিরে চলছে তাঁর নতুন ছবি আটবী-র শুটিং৷
৭ বছর পরে, ফের ধারাবাহিকের পর্দায় ফিরছেন অভিনেত্রী মধুমিতা সরকার৷ মধুমিতাকে শেষবার ধারাবাহিকে দেখা গিয়েছিল ২০১৮ সালে। 'কুসুমদোলা' ধারাবাহিকে অভিনয় করেছিলেন অভিনেত্রী। তাঁর সিরিয়াল 'ভোলে বাবা পার করেগা'৷ অন্যদিরে চলছে তাঁর নতুন ছবি আটবী-র শুটিং৷
advertisement
2/9
এই ব্যস্ততার মধ্যেই আবার বিয়ের প্রস্তুতি চলছে অভিনেত্রীর৷ বিয়ে, তাই আগে শুরু আইবুড়োভাত পর্ব৷
এই ব্যস্ততার মধ্যেই আবার বিয়ের প্রস্তুতি চলছে অভিনেত্রীর৷ বিয়ে, তাই আগে শুরু আইবুড়োভাত পর্ব৷
advertisement
3/9
এখন মধুমিতা কাজ ও নিজের বাস্তব জীবনের মধ্যে ব্যালেন্স করছেন৷
এখন মধুমিতা কাজ ও নিজের বাস্তব জীবনের মধ্যে ব্যালেন্স করছেন৷
advertisement
4/9
মধুমিতার বিয়ে কবে? জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফ্রেব্রুয়ারি প্রথমেই চারহাত এক হওয়ার সম্ভাবনা রয়েছে।
মধুমিতার বিয়ে কবে? জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফ্রেব্রুয়ারি প্রথমেই চারহাত এক হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
5/9
যদিও অভিনেত্রী এই নিয়ে একবারও মুখ খোলেননি৷ তবে তাড়াতাড়িই যে বিয়ে, সেটা ঠিক৷
যদিও অভিনেত্রী এই নিয়ে একবারও মুখ খোলেননি৷ তবে তাড়াতাড়িই যে বিয়ে, সেটা ঠিক৷
advertisement
6/9
নিজের ছোটবেলার বন্ধুকে বিয়ে করতে চলেছেন মধুমিতা৷ এর আগে সৌরভের সঙ্গে তাঁর বিয়ে এবং বিচ্ছেদ৷
নিজের ছোটবেলার বন্ধুকে বিয়ে করতে চলেছেন মধুমিতা৷ এর আগে সৌরভের সঙ্গে তাঁর বিয়ে এবং বিচ্ছেদ৷
advertisement
7/9
তারপর থেকে কাজেই ডুবেছিলেন অভিনেত্রী৷ ধীরে ধীরে নিজেকে সামলেছেন৷ এবং আরও একবার খুঁজে নিয়েছেন নিজের মনের মতো একজনকে৷
তারপর থেকে কাজেই ডুবেছিলেন অভিনেত্রী৷ ধীরে ধীরে নিজেকে সামলেছেন৷ এবং আরও একবার খুঁজে নিয়েছেন নিজের মনের মতো একজনকে৷
advertisement
8/9
বারুইপুর রাজবাড়ি বা শোভাবাজার রাজবাড়ির কোনও একটি বিয়ে ভেনু হিসেবে বেছে নিয়েছেন মধুমিতা-দেবমাল্য। মধুমিতা জানিয়েছেন যে কেনাকাটা শুরু হয়েছে৷
বারুইপুর রাজবাড়ি বা শোভাবাজার রাজবাড়ির কোনও একটি বিয়ে ভেনু হিসেবে বেছে নিয়েছেন মধুমিতা-দেবমাল্য। মধুমিতা জানিয়েছেন যে কেনাকাটা শুরু হয়েছে৷
advertisement
9/9
এরই মধ্যে হবু বরের সঙ্গে বিয়ের আগে প্রথমবার দু'জনে একসঙ্গে আইবুড়োভাত খেলেন মধুমিতা৷ তাঁদের বন্ধুরা আয়োজন করেছিলেন আইবুড়োভাতের। প্রথম আইবুড়োভাতে সাদা-কালোয় সেজেছিলেন দু'জনে। মধুমিতা পরেছিলেন অফ হোয়াইট সালোয়ার কামিজ এবং হবু বর দেবমাল্যের পরনে ছিস কালো পাঞ্জাবি।
এরই মধ্যে হবু বরের সঙ্গে বিয়ের আগে প্রথমবার দু'জনে একসঙ্গে আইবুড়োভাত খেলেন মধুমিতা৷ তাঁদের বন্ধুরা আয়োজন করেছিলেন আইবুড়োভাতের। প্রথম আইবুড়োভাতে সাদা-কালোয় সেজেছিলেন দু'জনে। মধুমিতা পরেছিলেন অফ হোয়াইট সালোয়ার কামিজ এবং হবু বর দেবমাল্যের পরনে ছিস কালো পাঞ্জাবি।
advertisement
advertisement
advertisement