Worlds Best School Prizes 2024: গোটা পৃথিবীর সেরা স্কুলের তালিকায় ভারতের কোন স্কুল? নাম জানলে গর্বে বুক ভরে উঠবে! কুর্নিশ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Worlds Best School Prizes 2024: বিশ্বের সেরা ১০টি বিদ্যালয়কে ‘ওয়ার্ল্ড বেস্ট স্কুল প্রাইজ’ দেওয়া হয়। ফাইনাল প্রতিযোগিতার আগে ভারতের দুই স্কুল এই শীর্ষ তালিকায় উঠে গিয়েছে বলে খবর।
advertisement
1/12

বিশ্বের সেরা ১০টি বিদ্যালয়কে ‘ওয়ার্ল্ড বেস্ট স্কুল প্রাইজ’ দেওয়া হয়। পুরস্কার মূল্য ৫০ হাজার মার্কিন ডলার। গত জুন মাসে মধ্যপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর স্কুলগুলিকে বিভিন্ন বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। প্রতিযোগিতার আয়োজক যুক্তরাজ্যের টি৪ এডুকেশন।
advertisement
2/12
ফাইনাল প্রতিযোগিতার আগে ভারতের দুই স্কুল এই শীর্ষ তালিকায় উঠে গিয়েছে বলে খবর।
advertisement
3/12
বিশ্বের সেরা স্কুলের প্রাইজ পেতে পারে দিল্লির বসন্ত কুঞ্জের রায়ান ইন্টারন্যাশনাল স্কুল।
advertisement
4/12
রায়ান ইন্টারন্যাশমাল স্কুলটি একটি স্বাধীন কিন্ডারগার্টেন স্কুল।
advertisement
5/12
আরেকটি স্কুল হল মধ্যপ্রদেশের সিএম রাইজ স্কুল ভিনোবা, রতলাম।
advertisement
6/12
সিএম রাইজ স্কুল ভিনোবা হল সরকারি স্কুল।
advertisement
7/12
ওয়ার্ল্ড বেস্ট স্কুল প্রাইজ ২০২৪-এর তালিকায় জায়গা করে নিল ভারতের ২টি স্কুল। সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশ্বজুড়ে স্কুলগুলিকে সম্মান জানাতে যুক্তরাজ্যে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
advertisement
8/12
সিএম রাইজ মডেল এইচএসএস হল মধ্যপ্রদেশের ঝাবুয়ার সরকারি স্কুল।
advertisement
9/12
তফসিলি উপজাতির শিশুদের দারিদ্র্য থেকে বের করে আনতে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টিকর খাবারের সংস্থান করেছে তারা। পড়ুয়াদের ‘স্বাস্থ্যকর জীবন’-এর দিশা দেখিয়ে ওয়ার্ল্ড বেস্ট স্কুল প্রাইজের সেরা ১০-এ জায়গা করে নিয়েছে এই স্কুল।
advertisement
10/12
দিল্লির বসন্ত কুঞ্জের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলেও কিন্ডারগার্টেন থেকে মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়।
advertisement
11/12
জলের অভাব এবং দূষণ মোকাবেলায় হাইড্রোপনিক্স এবং বায়োগ্যাস প্ল্যান্টের মতো উদ্ভাবনী প্রকল্প তৈরি করেছে এই স্কুল। ওয়ার্ল্ড বেস্ট স্কুল প্রাইজের ‘এনভায়রনমেন্টাল অ্যাকশন’ বিভাগের সেরা ১০-এ জায়গা করে নিয়েছে এই স্কুল।
advertisement
12/12
আগামী ২৩ থেকে ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে বসতে চলেছে ওয়ার্লড স্কুলস সামিট। সেখানে উপস্থিত থাকবে এই প্রতিযোগিতার বিজয়ী এবং ফাইনালিস্টরা।