TRENDING:

WBJEE 2025 Topper List: ১১৭ দিনে রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ, মেধাতালিকায় বাঙালিদের জয়জয়কার! দেখুন শীর্ষে কোন কোন স্কুল

Last Updated:
WBJEE 2025 Topper List: পরীক্ষার ১১৭ দিনের মাথায় ফলপ্রকাশ করল রাজ্য জয়েন্ট বোর্ড, মেধাতালিকায় প্রথম কোন স্কুলের পড়ুয়া জানেন?
advertisement
1/7
১১৭ দিনে রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ, মেধাতালিকায় বাঙালিদের জয়জয়কার! শীর্ষে কোন কোন স্কুল?
অবশেষে প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৫-এর ফলাফল। নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশ করে দেওয়া হল। এক ঝলকে দেখে নিন
advertisement
2/7
পরীক্ষার ১১৭ দিনের মাথায় ফলপ্রকাশ করল রাজ্য জয়েন্ট বোর্ড, মেধাতালিকায় প্রথম কোন স্কুলের পড়ুয়া জানেন?
advertisement
3/7
এ বারের পরীক্ষায় প্রথম হয়েছেন কলকাতার ডন বস্কো স্কুলের অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে রয়েছেন নদিয়ার কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস এবং তৃতীয় স্থানে কলকাতার রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু।
advertisement
4/7
চতুর্থ অরিত্র রায়, দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক, কলকাতা। পঞ্চম তৃষাণজিৎ দোলই, পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল, দুর্গাপুর।
advertisement
5/7
ষষ্ঠ সাগ্নিক পাত্র, মেদিনীপুর কলেজিয়েট স্কুল। সপ্তম সম্বিত মুখোপাধ্যায়, বর্ধমান মডেল স্কুল, পূর্ব বর্ধমান। অষ্টম অর্চিষ্মান নন্দী, DAV, মডেল স্কুল, খড়্গপুর।
advertisement
6/7
নবম প্রতীক ধানুকা, দিল্লি পাবলিক স্কুল, রাজারহাট, কলকাতা। দশম অর্ক বন্দ্যোপাধ্যায়, বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল, পূর্ব বর্ধমান।
advertisement
7/7
চলতি বছরের ৫ জুন জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের প্রস্তুতি সেরে ফেলেছিল বোর্ড। তার পরেই আদালতে ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে জটিলতার সৃষ্টি হয়। সোমবার ওই মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। তার ফলে অবশেষে আদালতের নির্দেশে ২২ অগস্ট ফলাফল ঘোষণা করল জয়েন্ট এন্ট্রাস এগজামিনেশন বোর্ড। (রিপোর্টার-- সোমরাজ বন্দ্যোপাধ্যায়)
বাংলা খবর/ছবি/শিক্ষা/
WBJEE 2025 Topper List: ১১৭ দিনে রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ, মেধাতালিকায় বাঙালিদের জয়জয়কার! দেখুন শীর্ষে কোন কোন স্কুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল