IAS-IPS Qualification: প্রচুর একাগ্রতা, তুখোড় বুদ্ধি, শারীরিক যোগ্যতা, আইএএস-আইপিএস হওয়ার মানদণ্ড
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
IAS-IPS Qualification: ঠিক এই যোগ্যতাই দরকার আইএএস-আইপিএস হতে গেলে
advertisement
1/9

ভারতে আইএস-আইপিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে বেশ কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি মাথায় রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
সেই মত যদি প্রস্তুতি নেওয়া যায় সেক্ষেত্রে আধিকারিক হওয়া সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
আইপিএস আধিকারিক হতে গেলে কয়েকটি বিষয় আছে যা মাথায় রাখতে হবে ৷ বিশেষত শারীরিক ভাবে বেশ কয়েকটি যোগ্যতা আছে তা পূরণ করতে হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
আইএএস হতে গেলে শরীরিক যোগ্যতা তেমন ভাবে দরকার নেই ৷ ইউপিএসসি পরীক্ষা পাশ করতে হবে ৷ এই পরীক্ষার জন্য উচ্চতার কোনও বাধ্যবাধতা নেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
সব থেকে বড় উদাহরণ আরতি ডোগরা ৷ তাঁর উচ্চতা ৩.৫ ফুট ৷ তিনি ২০০৬-এর ব্যাচের আইএএস অফিসার ৷ বর্তমানে তাঁর পোস্টিং রাজস্থানে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
আইএএসের জন্য ওজন বা দৃশ্যশক্তি ঠিক কতখানি তা নির্ভর করেনা ৷ তবে মেডিক্যাল পরীক্ষা করা হয় সেই বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
আইপিএসের ক্ষেত্রে কিছু মানদণ্ড আছে ৷ জেনারেল ক্যাটাগরিতে পুরুষদের কমপক্ষে ১৬৫ সেমি হতে হবে ৷ এসসি-এসটি বা ওবিসির ক্ষেত্রে ১৬০ সেমি উচ্চতা হতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
জেনারেল ক্যাটাগরির মহিলারা আপিএস আইএএস হতে গেলে ১৫০ সেমি উচ্চতা ও এসসি-এসটি বা ওবিসির ক্ষেত্রে ১৪৫ সেমি উচ্চতা হতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
আইপিএস হতে গেলে খুব ভাল ভিশন হতে হবে ৷ 6/6 বা 6/9 হতে হবে ৷ দুর্বল দৃশ্যময়তার জন্য 6/12 বা 6/9 ৷ প্রতীকী ছবি ৷