Study Tips: দিন না রাত? এই বিশেষ সময়ে বই পড়লে মনে থাকবে পড়া! ভাল রেজাল্ট করতে হলে জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Study Tips: সারাদিন বই পড়তে হবে না! ভাল রেজাল্টের জন্য ঘণ্টার পর ঘণ্টা পড়তেই হবে না! জেনে নিন এই বিশেষ টিপস! জানুন বিশেষজ্ঞদের মত
advertisement
1/10

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে কয়েকদিন আগে। মেধাতালিকার শীর্ষে থাকা ছাত্র-ছাত্রীদের মধ্যে কেউ জানিয়েছেন তিনি ৫ থেকে ৬ ঘণ্টা পড়াশোনা করতেন আবার কারও মতে ৮ থেকে ১০ ঘণ্টা লেখাপড়া করতেন। photo source collected
advertisement
2/10
তবে শিক্ষাবিদদের মতে, কত ঘণ্টা ধরে কেউ পড়াশোনা করছে তার উপর ফলাফল তেমন নির্ভর করে না। তাহলে কীভাবে লেখাপড়া করা দরকার ? photo source collected
advertisement
3/10
পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত কী কী নিয়ম মেনে পড়াশোনা করলে ফলাফল ভাল হতে পারে।আর ফলাফল যেখানে খারাপ হচ্ছে তার পিছনে মূলত কী কী কারণ রয়েছে? আর এই বিষয়ে আলোকপাত করলেন বীরভূমের দুই বিশিষ্ট শিক্ষক। চলুন তাহলে জেনে নেওয়া যাক তাদের কী মতামত। photo source collected
advertisement
4/10
রামপুরহাট জিতেন্দ্র লাল বিদ্যাভবন এর প্রাক্তন কেমিস্ট্রির শিক্ষক জীবনধন বন্দ্যোপাধ্যায় এবং শেরপুর হাই স্কুল,সাঁইথিয়া হাই স্কুল এবং সাঁইথিয়া অভেদানন্দ কলেজের প্রাক্তন শিক্ষক ডক্টর বীরেশ্বর সিংহ জানাচ্ছেন বিশেষ টিপস! photo source collected
advertisement
5/10
তাঁদের মতে, দিনে বিশেষ করে সকালে পড়াশোনা করা সবথেকে ভাল। কারণ, ঘুম থেকে ওঠার পর মানুষের শরীরের এনার্জি লেভেল হাই থাকে। তাই লেখাপড়ায় মনোযোগ দেওয়া সহজ হয়। একনিষ্ঠভাবে পড়াশোনা করা যায়।photo source collected
advertisement
6/10
যদি কেউ ভোর ৪ টের দিকে উঠতে পারে তাহলে পড়াশোনার ক্ষেত্রে বেশি ভাল।এবং এর পাশাপাশি সকাল ১০ টা থেকে ২ টা এবং বিকাল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মস্তিষ্কের অধিগ্রহণ করার ক্ষমতা সব থেকে বেশি থাকে। তখন পড়াশোনা করলে সবথেকে বেশি মনে থাকে।photo source collected
advertisement
7/10
তবে শুধুমাত্র অবিরাম বই পড়লেই ভাল রেজাল্ট হয় না। এর জন্য বেশ কিছু নিয়ম মেনে পড়াশোনা করার প্রয়োজন। পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের প্রত্যেকের বিভিন্ন ধরনের বিষয় রয়েছে আর সেই বিষয়গুলি খুঁটিনাটি পড়া প্রয়োজন।photo source collected
advertisement
8/10
যে সমস্ত বিষয়ে তাদের জানার প্রয়োজন হয়েছে সে বিষয়গুলি মার্ক করে রেখে শিক্ষকের কাছ থেকে ভালভাবে সেই বিষয় সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া দরকার।photo source collected
advertisement
9/10
আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার ফলে অনেক ছাত্রছাত্রী ভুল পদক্ষেপ গ্রহণ করেন।সেই ক্ষেত্রে শিক্ষকরা জানাচ্ছেন এই সমস্ত ভুল হয়ে থাকে মূলত তাদের পড়াশোনার কারণে।আর একবার ফল খারাপ হয়েছে বলে সব শেষ সেটা কিন্তু নয়।photo source collected
advertisement
10/10
ভালভাবে তৈরি হয়ে ফের ঘুরে দাঁড়ানো প্রয়োজন। টিউশন থেকে ছাত্রছাত্রীরা যে সমস্ত পড়াশোনা করে আসছে সেই পড়াশোনা বাড়িতে এসে হোমওয়ার্ক করছে না।আর এর ফলেই সেই জায়গায় দাঁড়িয়ে পড়াশোনায় খামতি থেকে যাচ্ছে। ছাত্র-ছাত্রীদের প্রয়োজন টিউশন থেকে যে সমস্ত পড়াশোনা তারা করে আসছে বাড়িতে এসেছে এগুলি হোমস্টাডি করার। (তথ্য: সৌভিক রায়)