ওবিসি সংরক্ষণ জটিলতা কাটতেই ফের শূন্যপদের তালিকা প্রকাশ এসএসসি-র..., নবম-দশম-একাদশ-দ্বাদশে কত জনের হবে চাকরি? দেখুন তালিকা!
- Published by:Sanjukta Sarkar
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
SSC Recruitement 2025: এসএসসির তরফের তালিকা প্রকাশ করে ফের জানিয়ে দেওয়া হয়েছে কোন বিষয়ের জন্য কত সংখ্যক শূন্যপদ রয়েছে। লিখিত পরীক্ষার দু'দিন আগেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল এসএসসি।
advertisement
1/8

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এ বার ১৭ শতাংশ সংরক্ষণের নীতি মেনে স্কুল শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের ঘোষণা করল এসএসসি।
advertisement
2/8

শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে, নবম দশমে সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে ২৩,২১২টি। একাদশ-দ্বাদশে ১২,৫১৪টি শূন্যপদে নিয়োগ হবে। অর্থাৎ মোট শূন্য আসনের সংখ্যা ৩৫,৭২৬।
advertisement
3/8
গত ৩০ অগাস্ট দাগি ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। তার আগেই এবার নতুন করে শূন্যপদ প্রকাশ করলেন কর্তৃপক্ষ।
advertisement
4/8
তবে এর আগেও এসএসসি-র তরফ থেকে শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে বিস্তর ধোঁয়াশা ছিল সেখানে। শুক্রবার যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে ওবিসি-এ এবং ওবিসি-বি বলে উল্লেখ করা হয়েছে। দু’টি ক্যাটাগরি মিলিয়ে ওবিসি ক্ষেত্রে মোট ১৭ শতাংশই সংরক্ষণ করা হবে, জানানো হয়েছে।
advertisement
5/8
হিসাব বলছে, নবম-দশমে সব থেকে বেশি শূন্যপদ রয়েছে ভৌত বিজ্ঞানে— ৪৩৪৭টি। এর পর জীবনবিজ্ঞানে ৩৯১১টি, গণিতে ৩৯২২টি, ইংরাজিতে ৩৩৩৬টি, বাংলায় ৩০২৪টি, ইতিহাসে ২১৪৯টি এবং ভূগোলে ১৮৪০টি শূন্যপদ রয়েছে।
advertisement
6/8
একাদশ-দ্বাদশের ক্ষেত্রে ৩৫ টি বিষয়ের মধ্যে সব থেকে বেশি শূন্য পদ রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে— ১৩৭৩টি। এ ছাড়াও কিছু কিছু বিষয়ে এক হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে। যেমন, রসায়নে রয়েছে ১১৯৪টি শূন্যপদ।
advertisement
7/8
এডুকেশনেও ১১৪৭টি শূন্যপদ রয়েছে। এ ছাড়া জীববিদ্যায় ৯১৯টি, গণিতে ৭৮৫টি, পদার্থবিদ্যায় ৮৮১টি, ইংরাজিতে ৫৯৪টি, অর্থনীতিতে ৫০৬টি, ইতিহাসে ৫৭২টি এবং বাংলায় ৩৯০টি শূন্যপদ রয়েছে।
advertisement
8/8
আগামী ৭ ও ১৪ ই সেপ্টেম্বরের লিখিত পরীক্ষাকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত করেছে স্কুল সার্ভিস কমিশন। রাজ্য জুড়ে কতগুলি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে, কন্ট্রোল রুম কবে থেকে খোলা হচ্ছে তার বিস্তারিত আগামিকাল এসএসসি জানিয়ে দেবে বলে মনে করা হচ্ছে।সোমরাজ বন্দ্যোপাধ্যায়