School Holiday: রাজ্য সরকারের ছুটি...! বন্ধ থাকবে স্কুল-কলেজ-অফিস! পুজোর মুখে ফের 'হলিডে', কবে?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
School Holiday : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে পশ্চিমবঙ্গ সরকারের বার্ষিক ছুটির তালিকায় জুড়েছে আরও একটি ছুটি। আর তাতেই পুজোর মুখে শপিং আর ছোট্ট লং উইকএন্ডের আনন্দ ডাবল হল পড়ুয়াদের। সরকারি কর্মচারী থেকে শিক্ষক শিক্ষিকা ছুটির মজা লুটবেন সকলেই।
advertisement
1/8

রাজ্য সরকারের বিশেষ ছুটি ঘোষণা। আর তাতেই পুজোর মুখে শপিং আর ছোট্ট লং উইকএন্ডের আনন্দ ডাবল হল পড়ুয়াদের। সরকারি কর্মচারী থেকে শিক্ষক শিক্ষিকা ছুটির মজা লুটবেন সকলেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে পশ্চিমবঙ্গ সরকারের বার্ষিক ছুটির তালিকায় জুড়েছে আরও একটি ছুটি।
advertisement
2/8
আর এই নতুন ছুটির ঘোষণাতেই আনন্দ দ্বিগুন বাড়িয়ে দিয়ে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে টানা তিন দিন ছুটির সুযোগ পেয়ে গিয়েছেন সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই পশ্চিমবঙ্গ অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে ছুটি ঘোষণা করে এই মাসের শুরুতেই।
advertisement
3/8
বিশ্বকর্মা পুজো ও সবেবরাতের ছুটি ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার করম পূজা উপলক্ষ্যে আরও একটি ছুটি ঘোষণা করে গত ১২ সেপ্টেম্বর নবান্নর তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়।
advertisement
4/8
টানা ৩ দিনের ছুটি! আগামিকাল, অর্থাৎ ২৫ সেপ্টেম্বর করম পুজোর দিন ছুটি ঘোষণা করেছে সরকার। নবান্নের তরফে এই মর্মে বিজ্ঞুপ্তি জারি করা হয়েছে। রাজ্য সরকারে এই সিদ্ধান্ত স্বীকৃতি দিয়েছে রাজভবনও। নবান্নের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে রাজ্যপালের নামের উল্লেখ আছে।
advertisement
5/8
আর রাজ্য সরকারের এই সিদ্ধান্তেই সেপ্টেম্বর মাসের শেষে টানা তিনদিন ছুটি পেয়ে গেলেন সরকারি কর্মীরা। ২৩ ও ২৪ সেপ্টেম্বর শনি ও রবিবার হওয়ার কারণে টানা তিনদিন ছুটি উপভোগ করার সুযোগ। কারণ ২৫ তারিখ রাজ্যর সব সরকারি অফিস, স্কুল, কলেজ, পুরসভা ও পঞ্চায়েত অফিস বন্ধ থাকবে।
advertisement
6/8
এই ছুটি ঘোষণার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমরা সব উৎসবকে সমান গুরুত্ব দিই। এখানে দুর্গাপূজা ও ইদে ছুটি পায় সব ধর্মের মানুষ। রঘুনাথ মুর্মু থেকে পঞ্চায়েত বর্মার জন্মদিনেও পুরোপুরি ছুটি দেওয়া হয়। এতদিন করম পূজো ও সবেবরাতে সেকশনাল হলিডে ছিল। কিন্তু দীর্ঘদিনের দাবি মেনে আমরা ঠিক করেছি ওই দুটো দিন পূর্ণদিবস ছুটি দিয়ে দেব।'
advertisement
7/8
কাদের কাদের ছুটি থাকবে? অর্থ দপ্তরে উল্লেখ করা হয়েছে, আগামী ২৫শে সেপ্টেম্বর করম পুজো উপলক্ষে সরকারি অফিস, স্থানীয় প্রশাসন (পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি প্রভৃতি), স্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ড ও দফতর, কর্পারেশন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, এবং চা বাগানের সমস্ত আদিবাসী সম্প্রদায়ের জন্য ছুটি থাকবে।
advertisement
8/8
করম পুজো উৎসব গ্রামবাংলার একটি সুপরিচিত পুজো হল এই করম পুজো। মানভূম এলাকায় তথা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে এই পুজো উৎসাহের সঙ্গে পালিত হয়। মালদহে হবিবপুর এলাকাতেও এই পুজো হয়। মূলত প্রকৃতিকে পুজো করেন জনজাতিরা। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লা একাদশীতে করম পুজো করা হয়।