ভাল করে ইংরেজি বলতে পারেন না? এই টিপসগুলো মানলেই ঘরে বসে তুখোড় 'ইংলিশ' বলবেন এবং লিখবেন!
- Published by:Tias Banerjee
Last Updated:
Learn English At Home: ঘরে বসে ইংরেজি শেখার সহজ উপায় জানুন। এই টিপসগুলো মানলেই পেশাদার ইংরেজি বলবেন, সবাই পরামর্শ চাইবে আপনার কাছ থেকে!
advertisement
1/13

ইংরেজি শেখা মোটেই কোনও অসম্ভব কাজ নয়। একটু ধৈর্য, নিয়মিত অভ্যাস আর সঠিক কৌশল মেনে চললেই কয়েক দিনের মধ্যেই আপনি ইংরেজিতে সাবলীল হয়ে উঠতে পারেন। অনেক ছাত্রছাত্রী যারা হিন্দি বা বাংলামাধ্যমে পড়াশোনা করেন, তারা ইংরেজির ব্যাকরণে ভাল হলেও মুখে বলার সময় দ্বিধাবোধ করেন।
advertisement
2/13
কিন্তু আজকের ডিজিটাল যুগে ইংরেজি শেখা শুধু গর্বের বিষয় নয়, বরং সময়ের দাবি। আর সবচেয়ে বড় কথা, আজ এমন একটা সময় এসেছে যখন আপনি কোচিং-এ না গিয়েও ঘরে বসে নিজে নিজেই ইংরেজিতে দক্ষ হতে পারেন।
advertisement
3/13
ইংরেজি শেখা খুব সহজ। শুধু দরকার একটা ভালো ইন্টারনেট কানেকশন, কিছু বই, একদল একই চিন্তাভাবনার মানুষ আর সামান্য সময়। ইন্টারনেটের সাহায্যে আপনি ইংরেজি সিনেমা দেখতে পারেন, গান শুনতে পারেন, পডকাস্ট শুনতে পারেন, এমনকি ইউটিউব টিউটোরিয়াল ফলো করতে পারেন।
advertisement
4/13
বই পড়লে রিডিং স্কিল যেমন বাড়বে, তেমনি গ্রামারেও দখল মজবুত হবে। চলুন জেনে নিই ঘরে বসে ইংরেজি শেখার ১০টি সহজ টিপস—
advertisement
5/13
💡 ১. শুনতে শিখুন (Focus on Listening) নতুন কোনও ভাষা শেখার প্রথম ধাপই হচ্ছে শুনতে শেখা। কেউ ইংরেজিতে কথা বললে মন দিয়ে শুনুন। ইংরেজি ভিডিও, সিনেমা, বা পডকাস্ট চালিয়ে রাখুন — কানে শুনতে শুনতেই আপনি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠবেন।
advertisement
6/13
💡 ২. চোখে চোখ রেখে কথা বলুন (Maintain Eye Contact) ইংরেজিতে কথা বলার সময় সরাসরি চোখে চোখ রেখে কথা বলুন। এটা আত্মবিশ্বাস বাড়ায় এবং আপনার মধ্যে আত্মস্থতা প্রকাশ করে।
advertisement
7/13
💡 ৩. প্রতিদিন নতুন শব্দ শেখা (Learn New Words Daily) প্রতিদিন নতুন ৫টা ইংরেজি শব্দ মুখস্থ করুন ও ব্যবহার করার চেষ্টা করুন। এতে আপনার শব্দভান্ডার সমৃদ্ধ হবে এবং কথা বলার সময় শব্দ খুঁজে পেতে হবে না।
advertisement
8/13
💡 ৪. পড়ার অভ্যাস গড়ুন (Develop a Reading Habit) ইংরেজি বই, আর্টিকেল, ব্লগ পড়ার অভ্যাস করুন। এতে আপনি ভাষার টোন, স্টাইল এবং বাক্য গঠন সহজে বুঝে ফেলবেন।
advertisement
9/13
💡 ৫. প্রতিদিন চর্চা করুন (Practice Daily) বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিদিন অন্তত কিছু সময় ইংরেজিতে কথা বলুন। চাইলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজেও কথা বলতে পারেন।
advertisement
10/13
💡 ৬. বলার আগে ভাবুন (Think Before You Speak) শুরুর দিকে ভুল হওয়া স্বাভাবিক। কিন্তু কিছু বলার আগে একবার ভেবে নিন যেন ভাষাটা স্পষ্ট ও বোধগম্য হয়।
advertisement
11/13
💡 ৭. প্রশ্ন করুন (Ask Questions in English) যদি আপনি ইতিমধ্যেই ইংরেজিতে কিছুটা কথা বলতে শুরু করে থাকেন, তবে কথোপকথনে ইংরেজিতে প্রশ্ন জিজ্ঞাসা করার অভ্যাস গড়ে তুলুন। এতে আপনি আরও বেশি অন্তর্ভুক্ত হবেন।
advertisement
12/13
💡 ৮. দেহভঙ্গির দিকেও খেয়াল রাখুন (Mind Your Body Language) ইংরেজিতে কথা বলার সময় আপনার দেহভঙ্গি যেন আত্মবিশ্বাসী হয়। মাঝে মাঝে হেসে নেওয়া, মাথা নাড়ানো, সোজা হয়ে বসা – এগুলো ইতিবাচক বার্তা দেয়।
advertisement
13/13
💡 ৯. নিজেকে রেকর্ড করুন (Record Yourself) ইংরেজিতে কথা বলার অভ্যাস করার সময় নিজেকে ফোনে রেকর্ড করে রাখুন। পরে শুনলে বুঝতে পারবেন কোথায় ভুল হচ্ছে বা কোন জায়গা আরও ভালো করা দরকার। ইংরেজি শেখা এখন আর ক্লাসরুমের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। ইচ্ছা থাকলেই ঘরে বসে মোবাইল আর ইন্টারনেট ব্যবহার করে আপনি নিজেকে তৈরি করতে পারেন এক দক্ষ ইংরেজি ভাষাভাষী হিসেবে। শুধু দরকার—চর্চা, ধৈর্য আর কিছু স্মার্ট টেকনিক।