১২ টি আম বিক্রি করে লাখপতি! অনলাইন ক্লাসের জন্য স্মার্টফোন কিনল ছোট্ট মেয়ে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দারিদ্র বাধা নয়, নিজের মনের জোর থাকলে কত দুর্গম পথও পেরেনো যায়৷ দরিদ্র মেয়ের জয়ের সত্যি গল্প...
advertisement
1/5

#জামশেদপুর: জীবন গোলাপ ফুলে বিছানো পথ নয়, তাতে কাঁটাও আছে৷ আর অনেকের জন্য ছোট থেকেই জীবন কাঁকর বিছানো পথ৷ ঝাড়খণ্ডের ১১ বছরের মেয়ে তুলসী যা করল তা প্রচুর মানুষের জীবন সংগ্রামে অনুপ্রেরণা হবে৷ আম বিক্রি করে নিজের অনলাইন ক্লাসের জন্য অতি প্রয়োজনীয় স্মার্টফোন নিজেই কিনল সে৷ Photo- Representative
advertisement
2/5
একটি মেয়ে আম বিক্রি করছিল৷ মাত্র ১১ বছরের ওই বালিকা কেন আম বিক্রি করচে জানতে চান মুম্বইয়ের এক ব্যবসায়ী৷ তারপর তিনি ওই মেয়েটির থেকে ১০ হাজার টাকা দিয়ে ১২ টি আম কিনে নেন৷ তারজন্য ১.২ লক্ষ টাকা দেন৷ Photo Courtesy- ANI/Twitter
advertisement
3/5
১১ বছরের মেয়েটি অনলাইন ক্লাসের জন্য রাস্তার ধারে আম বিক্রি করছে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মুম্বইয়ের এক উদ্যোগপতি তাঁর সাহায্যের হাত বাড়িয়ে দেন৷ আসলে তিনি এই মেয়েটির এই প্রচণ্ড উদ্যমকে কুর্নিশ জানাতে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন ৷ Photo Courtesy- Twitter
advertisement
4/5
আমিা হেতে ভ্যালুয়েবল এনটারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড -র উদ্যোগপতি এই সাহায্যের হাত বাড়ানোর সিদ্ধান্ত নেন৷ তিনিই ১০ হাজার টাকা দিয়ে এক একটি আম কিনে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেন৷ Photo Courtesy- ANI/Twitter
advertisement
5/5
মেয়েটির বাবার অ্যাকাউন্টে পুরো টাকাটা দিয়ে দেন৷ এই দিয়েই মেয়েটি নিজের নতুন মোবাইল কিনে অনলাইন ক্লাস শুরু করেছে৷ কোভিড ১৯ অতিমারির সময়ে নতুন পদ্ধতিতে পড়াশুনোয় আর কোনও ক্ষতি হবে না মেয়েটির৷ Photo Courtesy- ANI/Twitter
বাংলা খবর/ছবি/চাকরি ও শিক্ষা/
১২ টি আম বিক্রি করে লাখপতি! অনলাইন ক্লাসের জন্য স্মার্টফোন কিনল ছোট্ট মেয়ে