CBSE Board Exams 2026: সিবিএসই দশম-দ্বাদশের পরীক্ষার দিন বদল, ৩ মার্চের বদলে অন্য দিন পরীক্ষা হবে! জরুরি খবর জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
CBSE Board Exams 2026: সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশের পরীক্ষার দিন বদল। ৩ মার্চের বদলে অন্য দিন পরীক্ষা নেওয়া হবে। কী কারণে দিনক্ষণ বদল হল, তার কারণ জানিয়েছে সেন্টাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।
advertisement
1/8

সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশের পরীক্ষার দিন বদল। ৩ মার্চের বদলে অন্য দিন পরীক্ষা নেওয়া হবে।
advertisement
2/8
কী কারণে দিনক্ষণ বদল হল, তার কারণ জানিয়েছে সেন্টাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।
advertisement
3/8
তবে, দশম ও দ্বাদশের পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে, তা-ও নিশ্চিত করা হয়েছে। বাকি পরীক্ষাগুলির ক্ষেত্রে কোনও পরিবর্তন নেই বলেই বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।
advertisement
4/8
জানা গিয়েছে, পরিবর্তিত সূচিতে দশম শ্রেণির যে যে পরীক্ষা হওয়ার কথা ছিল ৩ মার্চ, তা হবে ১১ মার্চ।
advertisement
5/8
অন্যদিকে, দ্বাদশ শ্রেণির পরীক্ষার ক্ষেত্রে ৩ মার্চের পরীক্ষা পিছিয়ে যাবে একমাসেরও বেশি সময়। ওই পরীক্ষা হবে ১০ এপ্রিল। সিবিএসই-র তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অন্য কোনও তারিখের পরীক্ষার দিন কিন্তু বদলাচ্ছে না।
advertisement
6/8
দশম শ্রেণির বেশ কিছু ভাষা ও ঐচ্ছিক পত্রের তারিখ রয়েছে ৩ মার্চ। বিষয়গুলি হল তিব্বতি, জার্মান, এনসিসি, ভোটি, বোড়ো, তাংখুল, জাপানি, ভুটিয়া, স্পেনীয়, কাশ্মীরি, মিজো, বাহসা মেলায়ু, বুক কিপিং ও হিসেবশাস্ত্র।
advertisement
7/8
২০২৬ সালের পরীক্ষা থেকেই চালু হবে নতুন নিয়মও। দশম শ্রেণিতে দু’বার বোর্ড পরীক্ষা আয়োজিত হবে। প্রথম পর্বের পরীক্ষা ১০ মার্চ শেষ হলেও দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে ১৫ মে থেকে। যে সব পরীক্ষার্থীরা প্রথম পর্বে পরীক্ষা দিয়ে সন্তুষ্ট থাকবে না, তারা দ্বিতীয় পর্বের পরীক্ষায় বসতে পারবে।
advertisement
8/8
অধিকাংশ পরীক্ষাই শুরু হবে সাড়ে দশটায়। শেষ হবে একটা তিরিশে। কিছু বিষয়ে পরীক্ষা অবশ্য সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।