TRENDING:

রাশ হালকা হচ্ছে না তো, আপনার পাশের পাড়ায় করোনা, মেনে চলতেই হবে ‘এই’ নিয়মগুলি

Last Updated:
মারণ করোনাকে হারাতে মেনে চলুন এই সহজ ছোট-ছোট নিয়মগুলি, জেনে নিন নতুন কিছু নিয়ম
advertisement
1/10
রাশ হালকা হচ্ছে না তো, আপনার পাশের পাড়ায় করোনা, মেনে চলতেই হবে ‘এই’ নিয়মগুলি
করোনা ভাইরাসের দাপট বাড়ছে এবার বাংলাতেও ৷ মঙ্গলবার সন্ধ্যায় আক্রান্তের সংখ্যা যেখানে ছিল ২৭ রাতের মধ্যে সেটা বেড়ে হয়েছে ৩৭ ৷ আর মৃতের সংখ্যাও ৫৷ করোনা এখন আপনার পাশের পাড়ায় ৷ সাবধানে থাকছেন তো, মানছেন তো লকডাউন ৷ Photo -File
advertisement
2/10
রাস্তায় যদি বার হতেই হয় তাহলে ফুল স্লিভ জামা ও ফুল প্যান্ট পরে রাস্তায় বার হন ৷ Photo- Representive
advertisement
3/10
প্রাথমিক ভাবে চিকিৎসকরা জানিয়েছিলেন যাঁরা করোনা আক্রান্ত তাঁদের মুখ মাস্কে ঢাকলেই চলবে , কিন্তু অতিমারীর দাপট এতটাই মারাত্মক হয়েছে যে এখন নিজেকে বাঁচাতে চিকিৎসকরা সকলকেই মাস্কে নাক-মুখ ঢাকার পরামর্শ দিয়েছেন ৷ পাশাপাশি রাস্তায় বেরোলে মাস্ক যেন কখনই না সরানো হয় এটাও ভীষণ সতর্কতার সঙ্গে মানতে হবে ৷Photo- Representive
advertisement
4/10
বাড়ির পোষ্যদের বাইরে না বার করাই ভালো ৷ যদি বাইরে বার হয় তাহলে বাড়ির সব জিনিস ছুঁতে দেবেন না৷ Photo- Representive
advertisement
5/10
টাকার মাধ্যমে করোনা ছড়ায় এখনও কোনভাবেই প্রমাণিত নয় ৷ করোনা ছড়ায় ড্রপলেটেসের মাধ্যমে ৷ তাই টাকা লেনদেনের সময় হাতের সঙ্গে হাত লেগে যাওয়ার সম্ভবনা থাকে ৷ তাই যদি টাকা না দিয়ে ডিজিটাল পেমেন্ট করা যায় সেটাই ভালো ৷ Photo- Representive
advertisement
6/10
হাত ধোয়ার ক্ষেত্রে জোড় দিন, কাউকে যদি ছোঁওয়ার প্য়োজন হয় তার হাতটা ধোওয়া আছে নিশ্চিত করার পাশাপাশি নিজের হাতটা ধোওয়া আছে সেটা নিশ্চিত করুন ৷ Photo- Representive
advertisement
7/10
যাদের চুল লম্বা , তারা রাস্তায় বেরোনোর সময় মাথার চুল বেঁধে বেরোনো উচিত ৷ Photo- Representive
advertisement
8/10
রাস্তায় বেরোনোর সময় মুখে কোনওরকম ক্রিম মেখে বেরোবেন না৷ Photo- Representive
advertisement
9/10
হাঁচি -কাশির পাশাপাশি কোনও অজানা ব্যক্তি অচেনা জিনিস রেখে গেলে তা টিস্যু দিয়ে তুলে ধরুন ৷ আর ব্যবহৃত টিস্যু ডাস্টবিনে ফেলে দিন ৷ Photo- Representive
advertisement
10/10
দয়া করে আত্মীয়-বন্ধু কারোর সঙ্গে গল্প করবেন না৷ আড্ডা মারার দরকার হলে ভার্চুয়াল মিডিয়াম ব্যবহার করুন৷ মানসিক সুস্থতা বজায় রাখুন , শারীরিক সুস্থতা বজায় রাখুন ৷ মারণ করোন ভাইরাসকে হারিয়ে দিতে এই নিময়গুলি মানা খুবই জরুরি ৷ Photo- Representive
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
রাশ হালকা হচ্ছে না তো, আপনার পাশের পাড়ায় করোনা, মেনে চলতেই হবে ‘এই’ নিয়মগুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল