TRENDING:

মদেই মুক্তি! ইয়ার্কি নয়, শতাব্দী প্রাচীনকাল থেকে মারণ রোগে সুরার ব্যবহার

Last Updated:
বড় বড় রোগে মোক্ষম ওষুধ মদ!
advertisement
1/7
মদেই মুক্তি! ইয়ার্কি নয়, শতাব্দী প্রাচীনকাল থেকে মারণ রোগে সুরার ব্যবহার
মদ -এই দুটো অক্ষরের শব্দের গুরুত্ব বিভিন্ন মানুষের জীবনে বিভিন্নরকম ৷ কারোর সুরা সুধা কারোর কাছে আবার নিতান্তই নেশাসক্তদের একটি নিছক অভ্যাস ৷ কিন্তু এই সুরার গুণ অপরিসীম ৷ বিভিন্ন মারণ রোগের চিকিৎসায় সুপ্রাচীন কাল থেকে সারা পৃথিবীতে এর ব্যবহার ৷ Photo- Representive
advertisement
2/7
১৬৬৫ সাল থেকে এই অ্যালে বা ওয়াইনে বিভিন্ন কড়া ভেষজ মিশিয়ে বানানো হত ওষুধ ৷ এই ওষুধ সাহায্য করত প্লেগের বিরুদ্ধে লড়াইতে ৷ এই ককটেলের নামই হয় প্লেগ ওয়াটার ৷ ইংল্যান্ডে শুরু হয় এই ওষুধের ব্যবহার ৷ Photo- Representive
advertisement
3/7
কুইনাইনকে জল, চিনি, লেবু দিয়ে মিশিয়ে দেওয়া হত জিনে৷ এরপর ম্যালেরিয়া রোগীকে খাইয়ে দেওয়া হত সেই মিক্স ৷ ১৯ শতক থেকে ভারতে শুরু হয় এর ব্যবহার ৷ Photo- Representive
advertisement
4/7
ব্র্যাম্ডির সঙ্গে জল মিশিয়ে খাওয়ানো হত কলেরা রোগের ওষুধ হিসেবে ৷ মার্কিন যুক্তরাষ্টের ১৮৩২ সালে এর ব্যবহার শুরু হয় ৷ Photo- Representive
advertisement
5/7
রক অ্যান্ড রাই নামে জনপ্রিয় এই সুরা ৷ রক ক্যান্ডি রাই হুইস্কিতে মিশিয়ে ব্যবহার করা হত রোগ নিরাময়ে ৷ আমেরিকায় যক্ষ্মার সঙ্গে লড়াই করত এই দাওয়াই ৷ ১৮৭৭ সালে এর ব্যবহার শুরু হয় ৷ Photo- Representive
advertisement
6/7
অ্যাবসিন্থে নামের মদ আবার ব্যবহার হত ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইতে ৷ ফরাসি ও সুইস ট্রুপ এটা ব্যবহার করত ৷ এটা রক ক্যান্ডি সরাসরি মেশানো হত রাই হুইস্কিতে ৷ আর এর ব্যবহার হত অষ্টাদশ শতাব্দী থেকে ৷ Photo- Representive
advertisement
7/7
করোনার বিরুদ্ধে অবশ্য এখনও মদের সরাসরি গুণের কথা জানা যায়নি কিন্তু যারা সুরাপান করেন তারা করোনার বিরুদ্ধে লড়াইতে স্টে হোমের মন্ত্র মাথায় রেখে একটু মদ খেতেই পারেন ৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
মদেই মুক্তি! ইয়ার্কি নয়, শতাব্দী প্রাচীনকাল থেকে মারণ রোগে সুরার ব্যবহার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল