TRENDING:

শীঘ্রই ‘ইতিবাচক খবর’ মিলতে পারে; সপ্তম বেতন কমিশন নিয়ে বড় প্রতিশ্রুতি

Last Updated:
একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ৫টি গ্যারান্টি স্কিমের অর্থ জোগাড় করাই এখন সরকারের সবচেয়ে বড় কাজ।
advertisement
1/8
শীঘ্রই ‘ইতিবাচক খবর’ মিলতে পারে; সপ্তম বেতন কমিশন নিয়ে বড় প্রতিশ্রুতি
বছরের শুরুতে মহার্ঘ্য ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এই আবহে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন লাগুর দাবি জানালেন কর্ণাটকের বিরোধী নেতা। তবে রাজ্য সরকারের তরফে এখনও কোনও ঘোষণা হয়নি। যদিও কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শীঘ্রই ‘ইতিবাচক খবর’ মিলতে পারে বলে আশ্বস্ত করেছেন।
advertisement
2/8
একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ৫টি গ্যারান্টি স্কিমের অর্থ জোগাড় করাই এখন সরকারের সবচেয়ে বড় কাজ। রাজস্ব সঙ্কটও রয়েছে। তাই এখনই সপ্তম বেতন কমিশন না-ও লাগু হতে পারে।
advertisement
3/8
কর্ণাটক রাজ্য সরকারি কর্মচারী সমিতির (কেএসজিএ) প্রতিনিধিরা সম্ভাব্য বিলম্ব নিয়ে উদ্বিগ্ন। কর্মচারী ইউনিয়ন আশা করছে যে, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বেতন কমিশনের রিপোর্ট মেনে নেবেন।
advertisement
4/8
কেএসজিএ সেক্রেটারি সদানন্দ নেলাগুদ্রি বলেন, রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। কেএসজিএ আরও বলেছে, বাজেটে বেতন বৃদ্ধির কোনও ঘোষণা হয়নি। তবে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া চাইলে যে কোনও সময় এই ঘোষণা করতে পারেন।
advertisement
5/8
২০১৮ সালে মুখ্যমন্ত্রী থাকাকালীন পঞ্চম বেতন কমিশন লাগু করেছিলেন সিদ্দারামাইয়া। এরপর ২০১৮-১৯-এর বাজেট পেশ করার ঠিক আগে রাজ্য সরকারি কর্মীদের ৩০ শতাংশ বেতন বৃদ্ধির কথা ঘোষণাও করেছিলেন। এর ফলে সরকারি ব্যয় ১০,৫০৮ কোটি টাকা বৃদ্ধি পেয়েছিল।
advertisement
6/8
এবার কর্মীদের দাবি মেনে বেতন বৃদ্ধি করলে রাজ্য সরকারের ব্যয় আরও বাড়বে বলে জানিয়েছেন অর্থ দফতরের এক কর্তা। তাঁর মতে, ৪০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি মেনে নিলে রাজ্যের খরচ এক ধাক্কায় ১৬ হাজার কোটি টাকা বেড়ে যাবে।
advertisement
7/8
জানা গিয়েছে যে, পাঁচটি গ্যারান্টি স্কিমে ২০২৪-২৫ সালে আনুমানিক ৫৮ হাজার কোটি টাকা খরচ করতে হবে সিদ্দারামাইয়া সরকারকে। বর্তমান আর্থিক বাজেটে রাজ্যের কর রাজস্ব আনুমানিক ১.৭ লক্ষ কোটি টাকা।
advertisement
8/8
প্রসঙ্গত, বিজেপি জমানায় রাজ্য সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশন লাগু করার দাবিতে ধর্মঘটের হুঁশিয়ারি দেন। সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই কর্মীদের দাবি মেনে শীঘ্রই সপ্তম বেতন কমিশন লাগু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
শীঘ্রই ‘ইতিবাচক খবর’ মিলতে পারে; সপ্তম বেতন কমিশন নিয়ে বড় প্রতিশ্রুতি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল