TRENDING:

LPG Cylinder Price Hike: আবার দামের ঝটকা, এলপিজি সিলিন্ডারের দাম আকাশ ছোঁওয়া

Last Updated:
১ মে ঘরোয়া সিলিন্ডারের দাম-মুম্বইতে - ৯৪৯.৫০ টাকা, দিল্লি- ৯৪৯.৫০ টাকা, কলকাতা - ৯৭৬ টাকা, চেন্নাই -৯৬৫.৫০ টাকা
advertisement
1/5
আবার দামের ঝটকা, এলপিজি সিলিন্ডারের দাম আকাশ ছোঁওয়া
রান্নাঘরে ফের গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির (LPG Cylinder Price Hike) ঝটকা৷ ১৯ কেজির কর্মাশিয়াল সিলিন্ডার বা ব্যবসায়িক গ্যাসের দাম এক ধাক্কায় ব্যাপক বৃদ্ধি পেরে গেল৷ ১৯ কিলো সিলিন্ডারের দাম এক ঝটকায় ২২৫৩ টাকা থেকে ২৩৫৫.৫০ টাকা হয়ে গেল৷ ৫ কিলো এলিপিজি সিলিন্ডারের দাম এখন ৬৫৫ টাকা৷ গত মাসের পয়লা তারিখে কমার্শিয়াল গ্যাসের দাম বেড়েছিল৷ সে সময় এক ধাক্কায় দাম বেড়েছিল ২৫০ টাকা৷ এবার রবিবার পয়লা মে ১০২.৫০ টাকা বেড়ে গেল৷ যদিও ডোমেস্টিক এলপিজি উপভোক্তারা স্বস্তি পেয়েছেন আপাতত৷
advertisement
2/5
১ মে ঘরোয়া সিলিন্ডারের দাম মুম্বইতে - ৯৪৯.৫০ টাকা দিল্লি- ৯৪৯.৫০ টাকা কলকাতা - ৯৭৬ টাকা চেন্নাই -৯৬৫.৫০ টাকা
advertisement
3/5
আইওসি (IOC ) অনুযায়ি আজ রবিবার পয়লা মে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম ২৩৫৫.৫০ টাকা হয়ে গেছে৷ ৩০ এপ্রিল অবধি যেটা ২২৫৩ টাকা ছিল৷ সেখানে কলকাতায় ২৩৫১ টাকার বদলে ২৪৫৫ টাকা, মুম্বইতে ২২০৫ টাকার জায়গায় ২৩০৭ টাকা, তামিলনাড়ুর চেন্নাইতে সিলিন্ডারের দাম ২৪০৬ টাকা থেকে বেড়ে ২৫০৮ টাকা হয়ে গেছে৷
advertisement
4/5
ধীরে ধীরে হাজার টাকা পার পয়লা মার্চ ১৯ কিলো ওজনের কমর্শিয়াল সিলিন্ডার রেট ১০৫ টাকা বেড়ে গেছে৷ ফের ২২ মার্চ ৯ টাকা সস্তা হয়েছিল৷ দিল্লিতে দাম ছিল ১৭৩৬ টাকা৷ আর ১ মে এক কমার্শিয়াল সিলিন্ডার ১৭৩৬ টাকা হয়েছে৷ ১ মে এক কমার্শিয়াল সিলিন্ডারের দদাম ২৩৫৫.৫০ টাকা হয়ে গেছে৷ ৭ মাসে সিলিন্ডারের দাম ৬১৯ টাকা বেড়েছে৷ধীরে ধীরে হাজার টাকা পার পয়লা মার্চ ১৯ কিলো ওজনের কমর্শিয়াল সিলিন্ডার রেট ১০৫ টাকা বেড়ে গেছে৷ ফের ২২ মার্চ ৯ টাকা সস্তা হয়েছিল৷ দিল্লিতে দাম ছিল ১৭৩৬ টাকা৷ আর ১ মে এক কমার্শিয়াল সিলিন্ডার ১৭৩৬ টাকা হয়েছে৷ ১ মে এক কমার্শিয়াল সিলিন্ডারের দদাম ২৩৫৫.৫০ টাকা হয়ে গেছে৷ ৭ মাসে সিলিন্ডারের দাম ৬১৯ টাকা বেড়েছে৷
advertisement
5/5
অক্টোবর ২০২১ থেকে কর্মাশিয়াল সিলিন্ডারের দাম ১৭০ টাকা বেড়েছে৷ নভেম্বর ২০২১ এ তা ২০০০ টাকা হয়েছে৷ ডিসেম্বর ২০২১টাকা থেকে ২১০১ টাকা হয়ে গেছে৷ জানুয়ারিতে এটা সামাণ্য সস্তা হয়েছে৷ ফেব্রুয়ারিতে ১৯০৭ টাকা হয়েছে৷ ১ এপ্রিল ২২৫৩ টাকা হয়েছে৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LPG Cylinder Price Hike: আবার দামের ঝটকা, এলপিজি সিলিন্ডারের দাম আকাশ ছোঁওয়া
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল