TRENDING:

Dhanteras 2025 Date And Time: ১৮ না ১৯ অক্টোবর, ধনতেরস কবে? সোনা কেনার শুভ সময় কখন? পঞ্জিকা অনুযায়ী রইল দিনক্ষণ ও তিথি

Last Updated:
Dhanteras 2025 Date And Time: এ বছর ধনতেরাস পড়েছে ১৮ অক্টোবর, শনিবার। জানুন মা লক্ষ্মী, কুবের ও ধন্বন্তরির পুজোর শুভ সময়, তিথি, লগ্ন ও সোনা-রুপো কেনার সঠিক মুহূর্ত। দীপাবলির আগে শুভ ফল লাভের উপায় জেনে নিন
advertisement
1/5
১৮ না ১৯ অক্টোবর, ধনতেরস কবে? সোনা কেনার শুভ সময় কখন? পঞ্জিকা অনুযায়ী রইল দিনক্ষণ
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথিতে বরাবর ধনতেরাস পালিত হয়। যা স্বাস্থ্য, সমৃদ্ধি এবং মঙ্গলের প্রতীক বলে বিবেচিত হয়। এ বছর ধনতেরাস কবে পড়েছে, তা নিয়ে অনেকেই খোঁজখবর শুরু করেছেন। ১৮ না ১৯ অক্টোবর, কবে ধনতেরাস? জেনে নিন বিস্তারিত।
advertisement
2/5
বঙ্গীয় পুরোহিত সভার সভাপতি চন্ডী চরণ হালদার জানিয়েছেন, পঞ্জিকা অনুযায়ী, এ বছর ১৮ অক্টোবর, শনিবার পড়েছে ধনতেরাস। এই দিন ধন সম্পদের দেবী মা লক্ষ্মী, ধন সম্পদের দেবতা কুবের ও ধন্বন্তরির পুজো করা হয়। এই তিথিকে ধনত্রয়োদশী ও ধন্বন্তরি জয়ন্তীও বলা হয়। দৃক পঞ্জিকা অনুযায়ী, এ বছর কার্তির কৃষ্ণ ত্রয়োদশী তিথি ১৮ অক্টোবর শনিবার দুপুর ১২.১৮ মিনিটে শুরু হবে। এবং ১৯ অক্টোবর রবিবার দুপুর ১.৫১ মিনিট পর্যন্ত চলবে।
advertisement
3/5
চলতি বছরে ধনতেরাসে ব্রহ্ম যোগ ও উত্তরা ফাল্গুনী নক্ষত্রের সংমিশ্রণ ঘটবে। ওই দিনে ব্রহ্ম যোগ ১৮ অক্টোবর সকালে শুরু হবে। রাত ১.৪৮ মিনিট অবধি থাকবে। এরপর পূর্বফাল্গুনী নক্ষত্র সকাল থেকে বিকেল ৩.৪১ মিনিট অবধি থাকবে। এরপর উত্তর ফাল্গুনী নক্ষত্র যোগ থাকবে।
advertisement
4/5
ধনতেরাসের সন্ধেতে পুজো করা অত্যন্ত ফল প্রদানকারী বলে মনে করা হয়। এ বছর ১৮ অক্টোবর ধনতেরাসের পুজোর শুভ সময় হবে সন্ধ্যা ৭.১৬ থেকে রাত ৮.২০ পর্যন্ত। এই সময় দেবী লক্ষ্মী, গণেশ ও কুবেরের পুজো করা উচিত। এই দিনে সোনা, রুপো, গয়না, যানবাহন, সম্পত্তি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
advertisement
5/5
ব্রহ্ম মুহূর্ত – ভোর ৪.৪৩-৫.৩৩ পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত – সকাল ১১.৪৩ থেকে দুপুর ১২.২৯ পর্যন্ত। প্রদোষ কাল – রাত ৫.৪৮ থেকে রাত ৮.২০। বৃষভ কাল – সন্ধ্যে ৭.১৬ থেকে রাত ৯.১১ পর্যন্ত।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Dhanteras 2025 Date And Time: ১৮ না ১৯ অক্টোবর, ধনতেরস কবে? সোনা কেনার শুভ সময় কখন? পঞ্জিকা অনুযায়ী রইল দিনক্ষণ ও তিথি
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল