বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, "ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও সর্বোপরি অভিভাবক অভিভাবিকাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। ছাত্র-ছাত্রীদের এই অংশগ্রহণ, ধরিত্রীর প্রতি ওদের আরও সংবেদনশীল হতে শেখাবে।" পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিৎ, সে বিষয়ে অবগত হওয়ার জন্য এদিনের এই অনুষ্ঠান। কারণ বর্তমান প্রজন্মের সময় গোটা বিশ্ব জুড়ে যেভাবে পরিবেশ দূষণ চলছে, যেভাবে অত্যাধুনিক পরিকাঠামো তৈরিতে প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে, তাতে করে পরবর্তী প্রজন্ম এক কঠিন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে (West Medinipur News)। তাই বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েদের এখন থেকেই সজাগ হওয়া জরুরি, না হলে পরবর্তী প্রজন্মের ছেলে-মেয়েদের মুখোমুখি হতে হবে প্রকৃতির ভয়ানক রূপের।
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
April 22, 2022 4:57 PM IST