TRENDING:

Paschim Medinipur: রাস্তায় দাঁড়িয়ে দুধের গ্লাস হাতে রমনীরা!

Last Updated:

আর এই সচেতনতার বার্তাকে সামনে রেখেই বড়াইবাজারে সাধারণ পথ চলতি মানুষ ও গাড়ির চালকদের হাতে দুধের গ্লাস ও মুখশুদ্ধি তুলে দেওয়া হয়। এই উদ্যোগে সাড়া দেন পথচলতি মানুষজন ও চালকরাও। এখন দেখার, নারী শক্তির এই প্রচেষ্টায় সমাজ তথা এই এলাকা কতখানি নেশামুক্ত হয়!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: রাস্তা আটকে রমনীরা! ভয়ে ভয়ে গাড়ি দাঁড় করালেন চালকরা। এক গ্লাস গরম দুধ এগিয়ে দিলেন এক মহিলা। তাঁর সঙ্গে দাঁড়িয়ে আরও একাধিক জন। খানিক ইতস্তত করে, গাড়ির চালক খেয়ে ফেললেন সেই দুধ। এরপরেও চমক! হাতে দিলেন মুখ শুদ্ধি। তাও খেলেন ওই চালক। এরপরই নারী কন্ঠের বার্তা- \"এভাবেই দুধ খান, মদ নয়। মুখ শুদ্ধি খান, তামাক নয়। নিজে বাঁচুন, আপনার পরিবারকেও বাঁচান আর অন্যকেও বাঁচতে দিন।\" ফের একবার চমকে উঠতে হল চালককে। বুঝলেন, সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে, এতক্ষণ ধরে এই বার্তাই দিতে চেয়েছে নারীশক্তি! এলাকাকে নেশা মুক্ত করতে বুধবার এভাবেই এক অভিনব উদ্যোগ নিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের নীলদা গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা। উপপ্রধান মনোরঞ্জন পাত্রের উদ্যোগে, বরাইবাজারে এলাকায় নারী শক্তির পক্ষ থেকে এভাবেই সচেতনতার বার্তা তুলে ধরে, এলাকায় মানুষজনকে মদ বা নেশা জাতীয় দ্রব্য বর্জন করে, দুধ ও মুখসুদ্ধি খাওয়ার বার্তা দেওয়া হয়। পথ চলতি মানুষ ও গাড়ি চালকদের হাতে তুলে দেওয়া হয় দুধের গ্লাস ও মুখশুদ্ধি। এলাকার মহিলারা জানান, মদের নেশার পরিবর্তে এক গ্লাস দুধ খেলে শরীরের অনেক উপকার হয়। একই সঙ্গে তামাক জাতীয় দ্রব্য বর্জন করে শুধুমাত্র মুখ শুদ্ধি খেলে তাতে ক্যান্সারের মতো মারণ রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আর এই সচেতনতার বার্তাকে সামনে রেখেই বড়াইবাজারে সাধারণ পথ চলতি মানুষ ও গাড়ির চালকদের হাতে দুধের গ্লাস ও মুখশুদ্ধি তুলে দেওয়া হয়। এই উদ্যোগে সাড়া দেন পথচলতি মানুষজন ও চালকরাও। এখন দেখার, নারী শক্তির এই প্রচেষ্টায় সমাজ তথা এই এলাকা কতখানি নেশামুক্ত হয়!
দুধের গ্লাস হাতে মহিলারা।
দুধের গ্লাস হাতে মহিলারা।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: রাস্তায় দাঁড়িয়ে দুধের গ্লাস হাতে রমনীরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল