বুধবার সকালে স্নান সেরে বাড়িতে ঢোকার সময় ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে যায় মহিলার উপর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন আনু দেবী। স্থানীয়রা তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করলে সেখানে মৃত্যু হয় আনু চক্রবর্ত্তীর। পরিবার সহ গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। বাড়িতে গৃহ প্রবেশের অনুষ্ঠান বদলে যায় শোকের পরিবেশে। পরিবার পরিজনেরা মেনে নিতে পারছেন না আনু দেবীর এই মর্মান্তিক মৃত্যুকে। এলাকার মানুষদের অভিযোগ, বিদ্যুৎ দফতরের খামখেয়ালীপনার জন্য এভাবে অকালে চলে গেল একটি প্রাণ। বিদ্যুৎদফতরের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতেই ঘটনাস্থলে পৌঁছে যায় মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ। সরজমিনে খতিয়ে দেখতে এলাকায় পৌঁছে যান বিদ্যুৎদফতরের আধিকারিক। বিদ্যুৎদফতরের খামখেয়ালীপনার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মানুষেরা। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। অন্যদিকে মৃত মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে WBSEDCL এর তরফে।
advertisement