শনিবার বিকেল নাগাদ কয়েকজন পাখি শিকারী বন্দুক হাতে উদয়চক এলাকার একটি জঙ্গলে একের পর এক বিভিন্ন প্রজাতির পাখিকে তাক করে গুলি করে মেরে ফেলে শিকার করে নিয়ে যায়। যদিও স্থানীয় কয়েকজনের তাড়া খেয়ে তারা কয়েকটি শিকার করা পাখি ফেলে পালিয়ে যায়। ওই চোরা পাখি শিকারীদের পরিচয় জানা না গেলেও তারা ওই এলাকারই বলে জানা গেছে। মুলত পাখির মাংস খাওয়ার জন্য দিনদিন এভাবেই নির্বিচারে বন্দুক দিয়ে পাখি শিকারের প্রবনতা বেড়ে চলেছে বলে দাবি স্থানীয়দের। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ এলাকার মানুষজন। এই ঘটনায় দাসপুর সুলতাননগর বিট অফিসের রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষ বলেন, আজও কিছু মানুষের মধ্যে পাখি শিকারের প্রবনতা রয়ে গিয়েছে, দাসপুরেও তেমনই ঘটনা ঘটেছে।যেকোনও বন্য প্রাণী বা পাখি শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। পাখি শিকার করবেন না ওরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে ওদেরও বাঁচার অধিকার রয়েছে এমনই আবেদন করেন তিনি।
advertisement
পার্থ মুখার্জী