TRENDING:

West Midnapore News: এক মাসে চার জায়গায় ক্ষীপ্র হনুমানের তাণ্ডব, আহত একাধিক

Last Updated:

ক্ষিপ্র হনুমানের তাণ্ডবে আহত একাধিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলদা: ক্ষিপ্ত হনুমানের তাণ্ডবে আতঙ্কিত বেলদাবাসী। এক মাসে ভিন্ন চারটি এলাকায় প্রায় কুড়িজন হনুমানের আক্রমণে জখম হয়েছেন। শুক্রবারও আহত হলেন এক মহিলা-সহ চারজন। গত ১৬ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের বেলদার রবীন্দ্রনগর, পরবর্তীতে বেলদার শুশিন্দা, তারপর বেলদার নবোদয় পল্লী এবং শুক্রবার সকালে বেলদা কলেজ সংলগ্ন এলাকায় আক্রমণ চালায় ক্ষিপ্ত হনুমান। আর এর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে বন দফতরের বিরুদ্ধে। শুক্রবার বেলদা কলেজ রোড এলাকায় এক মহিলা-সহ মোট চার জনের উপর আক্রমণ চালায় একটি হনুমান। জখমদের বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
West Midnapur News: শুক্রবার বেলদা কলেজ রোড এলাকায় এক মহিলা-সহ মোট চার জনের উপর আক্রমণ চালায় একটি হনুমান।
West Midnapur News: শুক্রবার বেলদা কলেজ রোড এলাকায় এক মহিলা-সহ মোট চার জনের উপর আক্রমণ চালায় একটি হনুমান।
advertisement

বছর চল্লিশের এক মহিলার অবস্থা গুরুতর। হনুমানের আক্রমণের মাথায় গভীর ক্ষত হয়েছে তার। আঘাত গুরুতর থাকায় তাকে পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। বনদপ্তরের উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভ স্থানীয় মানুষজনের।প্রসঙ্গত বুধবার বেলদার নবোদয় পল্লী এলাকায় বেশ কয়েকজনের ওপর আক্রমণ চালায় একটি হনুমান। বনদপ্তরে জানানো হলেও কোন ব্যবস্থাই নেয়নি তারা। এমনটাই অভিযোগ এলাকার মানুষের। তবে কি দিনের পর দিন হনুমানের আক্রমণে জখম হওয়ার সংখ্যা বাড়বে !

advertisement

আরও পড়ুন: Shani In Shatabhisha Nakshtra 2023: রাহুর সঙ্গে শনির ভয়ঙ্কর য়ুতি! অক্টোবর পর্যন্ত অন্তহীন কষ্ট ৪ রাশির, আত্মীয় স্বজন থেকে বন্ধু-বান্ধব আসল রূপ দেখাবে

আরও পড়ুন: Howrah Accident: হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনা, পর পর ৩টি লরির ধাক্কা, দ্বিতীয় হুগলি সেতুতে ধুন্ধুমার

View More

নাকি বন দফতর কোনও পদক্ষেপ করবে ? প্রশ্ন তুলেছেন মানুষ। বুধবারের পর ফের ঘটনাস্থল থেকে এক কিলোমিটার মধ্যে শুক্রবার হনুমানের আক্রমণের মুখোমুখি হয়েছেন চারজন। সব মিলিয়ে এক মাসে চার দিনের আক্রমণে প্রায় কুড়িজনের বেশি মানুষ আহত হয়েছেন। বনদপ্তর এর উদাসীনতার অভিযোগ তুলেছেন এলাকার জেলা পরিষদের সদস্যও।সাধারণ মানুষ বন দফতরের সঙ্গে যোগাযোগ করলে পদক্ষেপ তো করেন না উল্টে দুর্ব্যবহার পান বলেই অভিযোগ আনছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: এক মাসে চার জায়গায় ক্ষীপ্র হনুমানের তাণ্ডব, আহত একাধিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল