আবু তাহের নামে এক গ্রামবাসীর মাথায় আঘাত করা হলে তার মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় আবু তাহেরকে গ্রামবাসীরা কেশপুরে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করে তাকে ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যেই গ্রামবাসীদের পক্ষ থেকে কেশপুর থানায় এফ আই আর দায়ের করা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, দিনের পর দিন বেআইনি ভাবে বালি বোঝাই ট্রাক্টর কেশপুরের বিভিন্ন গ্রামের রাস্তা দিয়ে যাতায়াত করায় গ্রামের রাস্তাগুলি ভেঙেচুরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তারপর রাস্তার উপর যেখানে সেখানে ট্রাক্টর গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভাররা আড্ডা মারার ফলে রাস্তা সংকুচিত হয়ে পড়ায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। ঘটনায় যুক্ত দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে শুক্রবার সকালে সরিষাখোলা এলাকায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।
advertisement
Location :
First Published :
Apr 08, 2022 7:27 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: কেশপুরের সরিষাখোলায় গ্রামবাসীদের সঙ্গে ট্রাকচালকদের সংঘর্ষ, ঘটনায় আহত এক গ্রামবাসী