চৈএ মাসের শুরু থেকে এই ফল পাওয়া যায়। তা সংগ্রহ করে স্থানীয় হাটে বিক্রি করে এই আদিবাসী গ্রামের মানুষজন৷ এই সম্পর্কে অনেক কাল আগের থেকে মহুল নামক লুপ্তপ্রায় গাছের ফল ব্যবহার করে আসছে প্রান্তিক আদিবাসী সমাজের মানুষেরা ৷ মাদকাসক্তির জন্য একধরনের বিশেষ মদও তৈরি হয়৷ যার স্বাদ মিস্টি ও সুগন্ধি৷ এই মহুল ফুল নিয়ে আছে স্থানীয় প্রবাদও- চ নঅ দিশের মাই, মহুল তলায় মহুল গুড়াতে যায়, এবার মহুল বিকে নক্তা কিনে দেবো৷ এই মহুল ফল বাংলা সাহিত্যেও প্রতিফলিত হয়েছে৷ শুধু মানুষ নয়, মহুলের টানে কখনও কখনও আবার দলমার দাঁতাল বা গজরাজদেরও আগমন হয় এই জঙ্গলে এবং জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে।
advertisement
Location :
First Published :
April 20, 2022 10:01 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: মহুলে মেতে জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত গ্রামের বাসিন্দারা