পুলিশ সূত্রে জানা গেছে, পলশা গ্রামের বাসিন্দা, অভিযুক্ত পুলিশ কর্মী সঞ্জয় পয়রা'র ছেলে ওই গ্রামের এক গৃহবধূর কাছে টিউশন পড়তে যেত। ওই গৃহবধূর সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক-ই ছিল সঞ্জয়ের। এরপর, গত ২৪ মার্চ, পারিবারিক একটি বিষয় গৃহবধূ, সঞ্জয়ের সাহায্য চায়। সেই সাহায্য করার নাম করে, সঞ্জয় বাইরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে সঞ্জয় ও তার পরিবারের তরফে। এদিকে, লিখিত অভিযোগ পাওয়ার পরেই জেলা পুলিশ সঞ্জয়-কে ক্লোজ করে বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর লোকাল থানার পুলিশ। এই ঘটনা ঘিরে জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
advertisement
Location :
First Published :
April 09, 2022 8:48 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News- ধর্ষণে অভিযুক্ত এবার এক পুলিশ! মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ কর্মীকে গ্রেফতার করল খড়্গপুর গ্রামীণ থানা