শিবিরে ৩৮ জন মহিলা সহ মোট ১২৭ জন রক্তদাতা রক্তদান করেন। ডা: ইন্দ্রনীল সেনের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত বক্তব্যে ছাত্ররা বিশেষভাবে অনুপ্রাণিত হয়। শিবির ঘিরে ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কলেজের পক্ষে অধ্যাপক অভি কোলে, জগন্নাথ সামন্ত ও ড: রাকেশ জানারা জানান, তাঁরা আগামীদিনে আরো বড় মাপের ক্যাম্পের আয়োজন করবেন। কলেজের ডিরেক্টর অধ্যাপক ড. প্রদীপ ঘোষ জানিয়েছেন, কলেজে এই ধরনের বিভিন্ন শিবির, কর্মশালা, সেমিনার তাঁরা প্রায়ই আয়োজন করে থাকেন। ছাত্র-ছাত্রীদের বিশেষ ভাবে উৎসাহী করতে তাঁরা আগামী দিনে আরও বৃহত্তর পরিকল্পনা গ্রহণ করবেন। এদিনের রক্তদান শিবিরে বেশকিছু নতুন রক্তদাতা রক্তদান করেন বলে কলেজ সূত্রে জানা গেছে। একই সাথে কলেজের অন্যান্য ছাত্রছাত্রীদের রক্তদানের প্রতি উদ্বুদ্ধ করা হয় এই কর্মসূচির মাধ্যমে।
advertisement
Location :
First Published :
Mar 25, 2022 8:18 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে মেদিনীপুরের এক বেসরকারি কলেজের উদ্যোগে রক্তদান শিবির