TRENDING:

Paschim Medinipur: ৭৮ হাজার বৃদ্ধ-বৃদ্ধার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা পাঠানোর সূচনা

Last Updated:

বক্তারা সকলেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলাদের প্রতি চিন্তা-ভাবনা ও উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। তারা বলেন, এ রাজ্য সরকার বিশেষত মহিলাদের জন্য যে যে প্রকল্প চালু করেছে তা অন্য কোন সরকার করেনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুরের প্রদ্যোৎ স্মৃতি সদন হলে, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিধবা ভাতা প্রদান এবং দুয়ারে সরকার প্রকল্পের বিভিন্ন পরিষেবা প্রদান করা হল এক অনুষ্ঠানের মাধ্যমে। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রী এবং জেলাশাসক ও জেলা প্রশাসনের আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে জেলাশাসক, ডাক্তার রশ্মি কমল জানান, এদিন পশ্চিম মেদিনীপুর জেলার ৩৫০ জন বিধবা মহিলার হাতে বিধবা ভাতা প্রাপ্তির শংসাপত্র প্রদান করা হয়েছে। আগামীকাল থেকে জেলার ৭৮ হাজারের অধিক বিধবা মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিধবা ভাতার অর্থ পৌঁছে দেওয়া হবে। রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া জানান, নারী শক্তির হাতে ক্রয় ক্ষমতার অধিকার দিয়ে নারী স্বাধীনতা বৃদ্ধি করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। তাই মুখ্যমন্ত্রী বিশেষত মহিলাদের জন্য নানান উন্নয়ন মূলক প্রকল্প চালু করেছেন। যাতে সমাজে মহিলারা প্রতিষ্ঠিত হতে পারেন, সমান অধিকারের অধিকারী হতে পারেন। এই কর্মসূচিও রাজ্যের মুখ্যমন্ত্রীর মহিলাদের জন্য চালু করা প্রকল্পের এক অন্যতম প্রকল্প। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন অনুসন্ধান ও ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডাঃ মানস ভূঁইয়া, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুন মালিয়া, খড়গপুর পৌরসভার পৌর প্রধান প্রদীপ সরকার, রাজ্যে পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি শাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। বক্তারা সকলেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলাদের প্রতি চিন্তা-ভাবনা ও উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। তারা বলেন, এ রাজ্য সরকার বিশেষত মহিলাদের জন্য যে যে প্রকল্প চালু করেছে তা অন্য কোন সরকার করেনি।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: ৭৮ হাজার বৃদ্ধ-বৃদ্ধার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা পাঠানোর সূচনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল