পরিবার সূত্রে খবর, বছর তিনেক আগে বিয়ে হয়েছিল ডেভিডের। কলকাতায় , দিঘা-সহ পার্শ্ববর্তী শহরে নানা কাজ করতেন তিনি। তবে বাড়তি অর্থ উপার্জনের আশায় বেশ কয়েক মাস আগেই চেন্নাই গিয়েছিলেন। ছুটিতে এসেছিলেন বাড়িতেও। তবে ছোট্ট ফুটফুটে ছেলেকে ছেড়ে ফের চেন্নাই যেতে চায়নি তাঁর মন। তবে বাধ্য হয়ে যেতে হয় চেন্নাইয়ের উদ্দেশে।
advertisement
নিজের ইচ্ছের বিরুদ্ধে চেন্নাই যাওয়া কি কাল হলো ডেভিডের? প্রশ্ন এখন পরিবারেরও। বছর ২৬ -এর ডেভিড রানার নিথর দেহ আসবে বাড়ি। এলাকার মানুষজনের মধ্যে শোকের আবহ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 05, 2023 5:22 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Coromandel Express Accident : বাড়িতে স্ত্রী, দেড় বছরের ছেলে, যুবকের ৩ বছরের দাম্পত্য কাড়ল করমণ্ডল এক্সপ্রেস





