TRENDING:

Paschim Medinipur: সাফাই কর্মীদের বকেয়া বেতন আদায়ের দাবিতে বিক্ষোভ

Last Updated:

পৌর বোর্ড গঠনের পরে তাদের বকেয়া মিটিয়ে দেওয়া হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি পালন না হওয়ায় শনিবার আন্দোলনের পথে যেতে বাধ্য হল মেদিনীপুর পৌরসভার সাফাই কর্মীরা। যদিও সাফাই কর্মীদের সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে পৌর প্রশাসন সূত্রে জানা গেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর: ঢাকঢোল পিটিয়ে পৌরসভা নির্বাচন সম্পন্ন হল। সবুজ আবির উড়িয়ে এককভাবে মেদিনীপুর পৌরবোর্ড দখল করল তৃণমূল। মনোনীত করা হলো পৌরসভার পৌরপ্রধান উপপ্রধান। কিন্তু সব শেষেও সেই সাফাই কর্মীদের কাজ করেও বেতন না পাওয়ার যন্ত্রনা অব্যাহত আজও। শনিবার বকেয়া বেতন প্রদানের দাবিতে মেদিনীপুর পুরসভায় বিক্ষোভ দেখালো মেদিনীপুর পুরসভার সাফাই কর্মীরা। সাফাই কর্মীদের অভিযোগ, দীর্ঘ তিনমাস ধরে মেদিনীপুর শহর পরিস্কার পরিচ্ছন্ন রেখে পুরবাসীদের পরিষেবা দিয়ে আসছি, কিন্তু আজও পর্যন্ত একটি টাকাও বেতন পেলাম না। বারবার এবিষয়ে পুরপ্রধান ও পুর প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই অবিলম্বে মেদিনীপুর পুরসভায় কর্মরত সাফাই কর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবিতে শনিবার পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখায় সাফাই কর্মীরা। সাফাই কর্মীদের দাবি, বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত সাফাইয়ের কাজ বন্ধ থাকবে। অবিলম্বে সাফাই কর্মীদের উপযুক্ত বকেয়া বেতন প্রদান করতে হবে। নাহলে আগামী দিনে আরও বড় ধরণের আন্দোলনের পথে যাবে মেদিনীপুর পুরসভার সাফাই কর্মীরা।প্রসঙ্গত, গত মার্চ মাসেই গঠিত হয়েছে মেদিনীপুর পৌরসভা। পুরপ্রধান হয়েছেন সাম্প্রতিককালে কংগ্রেস থেকে তৃণমূলে আগত সৌমেন খান। ইতিমধ্যে পৌরসভার পৌর প্রতিনিধিদের শপথ গ্রহণও সম্পন্ন হয়েছে। তবে এখনও সি আই সি (চেয়ারম্যান ইন কাউন্সিল) গঠিত হয়নি। তবে পৌর নির্বাচনের আগে থেকেই মেদিনীপুর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করে আসছিলেন সাফাই কর্মীরা। তাদের বলা হয়েছিল, পৌর বোর্ড গঠনের পরে তাদের বকেয়া মিটিয়ে দেওয়া হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি পালন না হওয়ায় শনিবার আন্দোলনের পথে যেতে বাধ্য হল মেদিনীপুর পৌরসভার সাফাই কর্মীরা। যদিও সাফাই কর্মীদের সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে পৌর প্রশাসন সূত্রে জানা গেছে।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: সাফাই কর্মীদের বকেয়া বেতন আদায়ের দাবিতে বিক্ষোভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল