ঘটনার পর দুর্ঘটনার কবলে পড়া স্থানীয় যুবক জানায়, তিনি শুক্রবার সকালে যখন স্থানীয় চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন, সেই সময় কোন এক ব্যক্তিকে ফোন করার জন্য তিনি পকেট থেকে তার স্মার্টফোনটি বের করে কল করতে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে ফেটে যায় স্মার্ট ফোনটি। ঘটনার পরে আশেপাশের মানুষেরাও ভয় পেয়ে যান। মুহুর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই যুবক জানান, "ফোন করার জন্য পকেট থেকে ফোন বের করার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে এবং সাথে সাথেই মোবাইলটি দাও দাও করে জ্বলতে থাকে। যদি পকেটে ফোনটি থাকতো তাহলে বিস্ফোরণের কারণে আমার প্রাণ সংশয় হত।" এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ঘটনায় অল্পবিস্তর জখম হলেও প্রাথমিক চিকিৎসার পর ওই যুবককে ছেড়ে দেওয়া হয়।
advertisement
Location :
First Published :
Apr 01, 2022 9:25 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: ফোন করতে যাওয়ার সময় হাতে থাকা স্মার্টফোনে বিস্ফোরণ, ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে কেশপুরের মুগবসানে