DFO সন্দীপ বেরওয়াল বলেন, শিকার উৎসবটা জঙ্গলমহল অধ্যুষিত এলাকার মানুষদের পরম্পরায় পরিণত হয়েছে। আদিবাসীদের সংস্কৃতি পরম্পরা আঘাত না করে, তাদের বিভিন্নভাবে সচেতন করার মধ্য দিয়ে এই শিকার উৎসব আটকানোর চেষ্টা চালিয়ে থাকে বন দফতরের আগে থেকে কর্মীরা। তবে আরও বেশি সচেতনতা অভিযান চালানো উচিৎ বলে মনে করেন তিনি। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের বেশকিছু জঙ্গল অধ্যুষিত এলাকায় বন দফতরের তরফে মাইকিং করে সচেতন করার কর্মসূচি শুরু হয়েছে। শিকার উৎসবের ফলে বন্যপ্রাণীর অবলুপ্তি ঘটলে, তার প্রভাব জঙ্গলেও পড়বে বলে বোঝানো হচ্ছে এই প্রচারাভিযানে।
advertisement
Location :
First Published :
Mar 19, 2022 7:12 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: বন্য প্রাণী হত্যা রুখতে আদিবাসীদের শিকার উৎসব পালন না করার আবেদন মেদিনীপুরের বিভাগীয় বনাধিকারিকের